লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme 14 Pro Launched: একলাফে ২৫৬ জিবি থেকে ৫১২ জিবি! এই ফোনের স্টোরেজ ডাবল করার ঘোষণা করল রিয়েলমি | Realme 14 Pro 512GB Variant Price

Published on:

Realme 14 Pro এবং 14 Pro+ স্মার্টফোন দুটি জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম Pro+ ভেরিয়েন্ট তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ করা হয়েছিল – ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি + ১২ জিবি + ২৫৬ জিবি। মার্চ শুরু হতেই ফোনটির চতুর্থ অপশন হিসাবে ৫১২ জিবি স্টোরেজ লঞ্চের ঘোষণা করেছে কোম্পানি। নতুন মডেলটি Realme 14 Pro+ ব্যবহারকারীদের ফোনের স্পেস ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্তি দেবে বলেই মনে করছে তারা।

READ MORE:  Redmi K90 Processor: কম বাজেটের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন আনছে Redmi, প্রসেসরে বড় চমক | Redmi K90 Launch Date

ভারতে Realme 14 Pro+ ফোনের ৫১২ জিবি স্টোরেজের মূল্য

রিয়েলমি ১৪ প্রো+ স্মার্টফোনের নতুন ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার ৩,০০০ টাকার ব্যাঙ্ক অফার যোগ করলে নতুন ভেরিয়েন্টটি ৩৪,৯৯৯ টাকায় কেনা যাবে। ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও অফলাইন স্টোরগুলির মাধ্যমে আজ দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, রিয়েলমির এই হ্যান্ডসেটের দাম ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে যা ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন যথাক্রমে ৩১,৯৯৯ টাকা এবং ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটি তিনটি রঙে পাওয়া যায় – পার্ল হোয়াইট, সুয়েড গ্রে এবং বিকানের পার্পল। তবে নতুন ৫১২ জিবি ভেরিয়েন্টটি শুধুমাত্র সাদা এবং ধূসর রঙের বিকল্পে কেনা যাবে।

READ MORE:  Oppo Find X8s Plus Camera: 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ আসছে Oppo Find X8s Plus | Oppo Find X8s Plus Spotted Tenaa

Realme 14 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি ১৪ প্রো+ স্মার্টফোনে ৬.৮৩ ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১.৫K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর রিয়েলমি ইউআই ৬ কাস্টম স্কিন, এবং আইপি৬৮/৬৯ রেটেড চ্যাসিস রয়েছে।

READ MORE:  Realme 14 5G Launched: 512 জিবি স্টোরেজ ও 6,000 এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হল Realme 14 5G | Realme 14 5G Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.