লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme 14 Pro Lite Features: ভারতে লঞ্চের আগেই ফাঁস হল Realme 14 Pro Litre স্মার্টফোনের দাম ও সমস্ত ফিচার্স | Realme 14 Pro Lite Price

Published on:

Realme 14 Pro সিরিজ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হতে চলছে। Realme 14 Pro, 14 Pro+, এবং Realme 14x ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আবার এই লাইনআপে একটি Ultra ব্র্যান্ডেড স্মার্টফোন থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে আরও একটি মডেল প্রকাশ্যে এসেছে, যার নাম Realme 14 Pro Lite। গতকাল এক আনবক্সিং ভিডিয়ো ফাঁস হয়ে ফোনটির ভারতীয় বাজারে লঞ্চ নিশ্চিত করেছে। আর এখন ডিভাইসটির দাম ও সেলের তারিখ অনলাইনে লিক হয়ে গিয়েছে।

READ MORE:  iPhone 17 Pro Camera: ক্যামেরায় বড় বদল, প্রথমবার তিনটি 48MP ক্যামেরা সহ আসছে iPhone 17 Pro | iPhone 17 Pro 48mp Camera Telephoto Lens

ভারতে Realme 14 Pro Lite-এর দাম

৯১ মোবাইলস হিন্দির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রিয়েলমি ১৪ প্রো লাইট ভারতের বাজারে দুটি স্টোরেজ কনফিগারেশনে আসবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ভেরিয়েন্ট দুটির দাম হবে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা। উল্লেখ্য, রিয়েলমি ১৪ প্রো এবং ১৭ প্রো+ এর মূল্য ভারতে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

READ MORE:  Realme Neo 7 SE Price: চাপে পড়তে চলেছে রেডমি, লঞ্চের আগেই Realme Neo 7 SE ফোনের দাম প্রকাশ হল | Realme Neo 7 SE Launch Date

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতে অফলাইন স্টোরের মাধ্যমে রিয়েলমি ১৪ প্রো লাইটের বিক্রি ২৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ মাসের শেষ দিনে শুরু হবে। তবে, সংস্থা এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ফাঁস হওয়া প্রোমোশনাল ইমেজ অনুযায়ী, ব্র্যান্ডটি ৪ঠা মার্চের আগে বিক্রিত ফোনের জন্য ৬ মাসের বর্ধিত ওয়ারেন্টি অফার করবে। এছাড়াও, ক্রেতারা বিনামূল্যে ১,৯৯৯ টাকা মূল্যের একটি রিয়েলমি ল্যাপটপ ব্যাকপ্যাকও পাবেন।

Realme 14 Pro Lite: স্পেসিফিকেশন

রিয়েলমির এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি ৬০০ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল সেন্সর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫,২০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং, অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন থাকতে পারে।

READ MORE:  Realme Neo 7x Specification: রাত পোহালেই লঞ্চ হচ্ছে Realme Neo 7x, জলের দরে পাবেন অনবদ্য সমস্ত ফিচার্স | Realme Neo 7x Tomorrow Launch Date

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.