লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme 14T 5G Specification: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, Realme 14T 5G বাজারে আসতেই ঝড় তুলবে | Realme 14T 5G 50 Megapixel Dual Camera

Published on:

রিয়েলমি বাজারে আনছে তাদের নতুন স্মার্টফোন। এর নাম রাখা হবে Realme 14T 5G। যদিও এর লঞ্চ তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে টিপস্টার সুধাংশু আম্বোরে একটি X পোস্টে এই আসন্ন ফোনের ফিচার এবং রেন্ডার সামনে এনেছেন। টিপস্টারের মতে, কোম্পানি এই ফোনে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, IP69 রেটিং, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ চমকপ্রদ ফিচার পাওয়া যাবে।

READ MORE:  Realme Neo 7x Price: 6000mah ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের সঙ্গে একদম সস্তায় লঞ্চ হল Realme Neo 7x | Realme Neo 7x Specification

Realme 14T 5G এর ফিচার

টিপস্টারের X পোস্টের অনুযায়ী রিয়েলমি ১৪টি ৫জি ফোনে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চির ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটি LPDDR4x র‌্যাম এবং UFS 2.2 স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান।

READ MORE:  Realme 14 Pro Lite Features: ভারতে লঞ্চের আগেই ফাঁস হল Realme 14 Pro Litre স্মার্টফোনের দাম ও সমস্ত ফিচার্স | Realme 14 Pro Lite Price

এই দুই ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ১৪টি ৫জি ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ওএসের কথা বললে, Realme 14T 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ আসবে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি তিনটি রঙের অপশন আসবে – পিঙ্ক, গ্রিন এবং ব্ল্যাক।

READ MORE:  ডার্ক কালার সহ Samsung Galaxy S25 Ultra বাজারে ঝড় তুলবে, ফাটাফাটি ক্যামেরা তো আছেই | Samsung Galaxy S25 Ultra Dark Colour Variant in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.