রিয়েলমি তাদের নম্বর সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Realme 14T। ইতিমধ্যেই ডিভাইসটি গিকবেঞ্চ ডেটাবেসে উপস্থিত হয়েছে। এখান থেকে এর প্রসেসর, র্যাম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার বিভিন্ন অনলাইন রিটেইলার ওয়েবসাইট থেকে Realme 14T এর দাম, স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে জানা গেছে।
Realme 14T এর দাম ও ভেরিয়েন্ট
বিশ্বস্ত সূত্র মারফত 91মোবাইলস জেনেছে যে, রিয়েলমি ১৪টি এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে ১৭,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ১৮,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ১,০০০ টাকা ছাড় আদায় করে নিতে পারবেন।
Realme 14T এর ডিজাইন ও স্পেসিফিকেশন
রিয়েলমি ১৪টি ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ২১০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি IP69 রেটিং-সহ আসবে, যা জল ও ধুলাবালির প্রতিরোধ করবে।
পারফরম্যান্সের জন্য ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme 14T ফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি মাউন্টেন গ্রিন এবং লাইটিং পার্পল কালার অপশনে আসবে।