লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme 14T Price: লঞ্চের আগেই অনলাইন সাইটে Realme 14T, দাম সহ কালার অপশন ও ফিচার ফাঁস | Realme 14T Listed Online Retail Site Revealed

Published on:

রিয়েলমি তাদের নম্বর সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম Realme 14T। ইতিমধ্যেই ডিভাইসটি গিকবেঞ্চ ডেটাবেসে উপস্থিত হয়েছে। এখান থেকে এর প্রসেসর, র‌্যাম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার বিভিন্ন অনলাইন রিটেইলার ওয়েবসাইট থেকে Realme 14T এর দাম, স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে জানা গেছে।

Realme 14T এর দাম ও ভেরিয়েন্ট

বিশ্বস্ত সূত্র মারফত 91মোবাইলস জেনেছে যে, রিয়েলমি ১৪টি এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে ১৭,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ১৮,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ১,০০০ টাকা ছাড় আদায় করে নিতে পারবেন।

READ MORE:  ১৫ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে Samsung, লঞ্চের আগেই ফাঁস হল ফিচার | Galaxy M16 5G Galaxy F16 5G India Launch Date

Realme 14T এর ডিজাইন ও স্পেসিফিকেশন

রিয়েলমি ১৪টি ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ২১০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি IP69 রেটিং-সহ আসবে, যা জল ও ধুলাবালির প্রতিরোধ করবে।

পারফরম্যান্সের জন্য ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  What is 5G Modem: iPhone 18 এর জন্য বড় চমক হবে দ্বিতীয় প্রজন্মের C2 5G মডেম, প্রস্তুতি শুরু অ্যাপলের | Apple Use Second Gen 5G Modem C2

Realme 14T ফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এটি মাউন্টেন গ্রিন এবং লাইটিং পার্পল কালার অপশনে আসবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.