Realme 14x 5G Discount: ওয়াটারপ্রুফ ফোনে বাম্পার ছাড়, সস্তায় কিনুন ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন | Realme 14x 5G Waterproof IP Rating
আপনি যদি বাজেট সেগমেন্টে IP69 রেটিং সহ জল এবং ধুলো প্রতিরোধী ফোন কিনতে চান, তাহলে Realme 14x 5G বেছে নিতে পারেন। মজবুত বিল্ড কোয়ালিটি সহ এতে দুর্দান্ত ফিচার পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটি ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে সেরা ডিলের সাথে পাওয়া যাচ্ছে। Realme 14x 5G এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এই সেলে মাত্র ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ৫ মার্চ পর্যন্ত চলা এই সেলে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে এই ফোনটি। এই অফারের পর ডিভাইসটি ১৪,০০০ টাকারও কম দামে নিজের করা যাবে।
যদিও অফার এখানেই শেষ নয়! ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে Realme 14x 5G কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে আরও ৯,৪৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
এই রিয়েলমি ফোনে ৬.৬৭ ইঞ্চি HD+ আইপিএস এলসিডি প্যানেল উপস্থিত। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ১৪এক্স ৫জি ডিভাইসের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ আসা এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলে। এর সাথে IP68 + IP69 রেটেড জল এবং ধুলো প্রতিরোধের রেটিং অফার করা হয়।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই জোর ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! সম্প্রতি চোটের কারণে হার্দিক…
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)…
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে চর্চা তুঙ্গে। মোদী সরকারের আমলে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামানকে উৎখাতের চেষ্টা করেছিলেন ওপার বাংলার সেনাবাহিনীর অসাধুরা। তবে…
রেপো রেট (Repo Rate) একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শব্দ যা অনেকেই শুনেছেন, কিন্তু পুরোপুরি বোঝেন না।…
শীঘ্রই ভারতে আসছে Realme P3 সিরিজের নতুন ফোন। তবে তার আগে দাম কমলো এই সিরিজের…
This website uses cookies.