লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme C61 Discount: 8 হাজার টাকার কমে 32 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, Realme C61 কেনার সেরা সুযোগ

Published on:

আপনার বাজেট যদি ৮ হাজার টাকার কম হয় এবং আপনি এই রেঞ্জে নতুন স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে ফ্লিপকার্টে আপনার জন্য একটি দুর্দান্ত ডিল রয়েছে। এই ডিলে রিয়েলমির একটি স্টাইলিশ ফোন ৭৫০০ টাকারও কম দামে কেনা যাবে। আমরা কথা বলছি Realme C61 সম্পর্কে। এই ডিভাইসে পাওয়া যাবে এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ইউনিসক টি৬১২ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Realme C61 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  Huawei Enjoy 80 Launched: 15 হাজার টাকার কমে 6620mAh ব্যাটারি ও 8GB র‌্যাম সহ লঞ্চ হল Huawei Enjoy 80

Realme C61 এর দাম ও অফার

রিয়েলমি সি৬১ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৬৯৯ টাকা, ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ছিল ৮৪৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে আগে খরচ হত ৮৯৯৯ টাকা। ডিভাইসটি সাফারি গ্রীন এবং মার্বেল ব্ল্যাক কালার অপশনে এসেছে।

তবে ফ্লিপকার্ট রিয়েলমি সি৬১ ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। যারপর এটি মাত্র ৭১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার। এটি ইএমআই অপশনেও কেনা যাবে।

READ MORE:  Poco F7 Ultra Geekbebch: পারফরম্যান্স চমকে দেবে, দুর্ধর্ষ প্রসেসর ও 16 জিবি র‍্যামের সেরা ফোন আনছে Poco | Poco F7 Ultra Launch Date

Realme C61 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি সি৬১ এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৫৬০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T612 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে যুক্ত আছে মালি জি৫৭ জিপিইউ।

READ MORE:  Redmi A5: তুঙ্গে চাহিদা, বিশ্বের একের পর এক দেশে এই ফোন এনে ওপ্পো-ভিভোর চিন্তা বাড়াচ্ছে রেডমি | Redmi A5 Launched

ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.