Realme GT 6T 5G: একধাক্কায় ৪ হাজার টাকা দাম কমলো Realme GT 6T 5G ফোনের, সুপার ফাস্ট চার্জিং সহ আছে দুর্দান্ত ক্যামেরা | Realme GT 6T 5G Price Cut

রিয়েলমি প্রতিটি সেগমেন্টে দুর্দান্ত স্মার্টফোন ফ্যানদের উপহার দিচ্ছে। তাই আপনি যদি মিড-রেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্স, আকর্ষণীয় ক্যামেরা এবং দ্রুত চার্জিং সহ কোনো ফোন কিনতে চান তাহলেও রিয়েলমি বেশ কয়েকটি মডেল বেছে নিতে পারেন। তবে আমরা আপনাকে Realme GT 6T 5G নিতে বলবো। এটি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের ফ্ল্যাগশিপ ফোন‌। এখন এই স্মার্টফোনটি বাম্পার অফারে কেনা যাচ্ছে।

Realme GT 6T 5G ডিসকাউন্ট কুপন সহ পাওয়া যাচ্ছে

রিয়েলমি জিটি ৬টি ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। তবে লিমিটেড টাইম ডিলে ডিভাইসটি ৪,০০০ টাকা ডিসকাউন্ট কুপন সহ পাওয়া যাচ্ছে, যার ফলে এর দাম ২৪,৯৯৮ টাকা হয়ে যাবে। আবার ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে অতিরিক্ত ছাড় পাবেন।

READ MORE:  Redmi Note 14s Price: 200 মেগাপিক্সেল ক্যামেরা সবথেকে সস্তায়! বিরাট চমক রেডমির এই নতুন স্মার্টফোনে | Redmi Note 14s Specification

রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনটি নো-কস্ট ইএমআই অফারেও কেনা যাবে। পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের উপর নির্ভর করে সর্বোচ্চ ২৭,৩৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এটি রেজার গ্রিন, মিরাকল পার্পল এবং ফ্লুইড সিলভার- এই তিনটি রঙে এসেছে।

Realme GT 6T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  Vivo Y300i: 6500 এমএএইচ ব্যাটারি নিয়ে 14 মার্চ লঞ্চ হচ্ছে ভিভোর নতুন ফোন, প্রকাশ্যে এল দাম | Vivo Y300i Launch Date

ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এর আরেকটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Realme GT 6T 5G ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  4 মার্চ লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Nothing Phone 3a সিরিজের দাম | Nothing Phone 3a Series Launch on March 4
Scroll to Top