লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme GT 7: লঞ্চের আগে বেঞ্চমার্কে ঝড় তুলল Realme-র স্মার্টফোন, সস্তায় দেবে উচ্চ পারফরম্যান্স | Realme GT 7 Launch Date

Updated on:

বর্তমানে রিয়েলমির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়ে জল্পনা তুঙ্গে। Realme GT 7 বেঞ্চমার্ক এবং বিভিন্ন সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। সেখান থেকে মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ হয়েছে। ফোনটি এবার গিকবেঞ্চে হাজির হয়েছে। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে ডিভাইসটি যথাক্রমে ২,৯১৪ ও ৮,৭৪৯ পয়েন্ট স্কোর করে সাড়া ফেলে দিয়েছে।

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুযায়ী, RMX5090 মডেল নম্বরের Realme GT 7 স্মার্টফোনে একটি অক্টা-কোর প্রসেসর থাকবে। চিপটি খুব সম্ভবত Snapdragon 8 Elite যা দুটি পারফরম্যান্স কোর (৩.৫৩ গিগাহার্টজ) ও ছয়টি এফিসিয়েন্সি কোর (৪.৩২ গিগাহার্টজ) নিয়ে গঠিত। গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো ৮৫০ জিপিইউ রয়েছে।

READ MORE:  OnePlus 13T: জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ১৩টি, ছবি সহ ফিচার ফাঁস | OnePlus 13T Launch Date

রিয়েলমির আপকামিং ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ব্যাটারি থাকতে পারে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির। টেনা সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, এই মডেলে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ব্যাক প্যানেলে ৫০+৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা।

Realme GT 7 কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অবশ্য একটি সূত্রের দাবি, ফোনটি এই মাসের শেষে চীনে লঞ্চ হতে পারে। এটি সবচেয়ে সস্তা Snapdragon 8 Elite প্রসেসর চালিত ফোন হবে বলেও জল্পনা চলছে। উল্লেখ্য, বর্তমানে এই খেতাব OnePlus Ace 5-এর দখলে। এটি ৩,৩৯৯ ইউয়ান (৪১,১০০ টাকা) মূল্যে চীনে উপলব্ধ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  কমদামি স্মার্টফোনের জগতে AI বিপ্লব ঘটাতে চলেছে আইটেল

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.