লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme GT 7 Features: লঞ্চ কনফার্ম! আগামী সপ্তাহে 7200mAh ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে Realme GT 7 স্মার্টফোন | Realme GT 7 Launch 23 April

Published on:

রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে। এতে দুর্দান্ত ফিচার, বিশাল বড় ব্যাটারি ও স্লিম ডিজাইন থাকবে বলে জানা গেছে। এর পাশাপাশি, রিয়েলমি দাবি করেছে যে, এই ফোনে ব্যবহার করা হবে গ্রাফিন-কোটেড ফাইবারগ্লাস ব্যাক প্যানেল, যা ‘Ice Sense’ কুলিং টেকনোলজি নামে পরিচিত। এই প্রযুক্তি ডিভাইসকে অতিরিক্ত গরম হতে দেবে না।

READ MORE:  Realme P3 5G Price: প্রথম সেলে সবচেয়ে সস্তায় Realme P3 5G, তুখোড় ফিচার সহ রয়েছে 6000mAh ব্যাটারি | Realme P3 5G Sale Today

Realme GT 7 এর অন্যান্য স্পেসিফিকেশন

আসন্ন রিয়েলমি জিটি ৭ ফোনে দেওয়া হবে ৭২০০ এমএএইচ ব্যাটারি। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর বডি থাকবে অবিশ্বাস্যভাবে হালকা ও পাতলা, এটি ৮.২৫ মিমি পুরু হবে এবং ওজন হবে ২০৩ গ্রাম। ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে। আবার ফোনটি BOE ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পাতলা বেজেল এবং আই-প্রোটেকশন ফিচার থাকবে।

READ MORE:  নতুন আইফোনের বদলে হু হু করে বিক্রি হচ্ছে পুরানো আইফোন, কারণ জানেন তো?

সিকিউরিটির জন্য এই রিয়েলমি স্মার্টফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। হ্যান্ডসেটটি IP69 রেটিং সহ আসবে, অর্থাৎ ধুলো এবং জল প্রতিরোধী হবে। সফটওয়্যারের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টমাইজড কালার ওএস কাস্টম স্কিনে চলবে।

উল্লেখ্য, Realme GT 7 Pro আগেই বাজারে এসেছে, এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। এখন দেখার Realme GT 7 ফোনটি প্রো মডেলের মতো সাড়া ফেলতে পারবে কিনা।

READ MORE:  Infinix Note 50x Price: ১ পার্সেন্ট চার্জে চলবে ২ ঘন্টা, দুর্দান্ত ক্যামেরা সহ এত সস্তায় আসছে Infinix Note 50x স্মার্টফোন | Smartphone Under 12000
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.