Realme GT 7 Memory: ফোনের স্টোরেজ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্ত করবে রিয়েলমি, দেশে আনছে নতুন চমক | Realme GT 7 Specification

Realme GT 7 Pro ইতিমধ্যেই চীন এবং ভারতের বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। আবার কয়েকদিন আগেই ফোনটির একটি রেসিং এডিশন লঞ্চ হয়েছে যা পারফরম্যান্সের উপর ফোকাস করে। আর এখন শোনা যাচ্ছে, সংস্থা Realme GT 7 লঞ্চের তোড়জোড় শুরু করেছে। এটি Realme GT 6-এর উত্তরসূরী হিসেবে একই প্রাইস রেঞ্জে আসতে পারে। ভারতে আসার আগে ফোনটির মেমরি ও কালার অপশন ফাঁস হয়েছে।

৯১মোবাইলসের প্রতিবেদন অনুযায়ী, Realme GT 7-এর ভারতীয় সংস্করণটি RMX5061 মডেল নম্বর বহন করে। অন্যদিকে, RMX5090 মডেল নম্বরের সঙ্গে ফোনটির সম্ভাব্য চীনা ভেরিয়েন্ট গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম এবং চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল বলে জানা গিয়েছে। ফলে মার্কেট অনুসারে, ডিভাইসটির মডেল নম্বর আলাদা হচ্ছে।

READ MORE:  আজকের অফার, ৪০০০ টাকা দাম কমলো বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের Realme GT 6T 5G ফোনের

Realme GT 7 ভারতীয় ভেরিয়েন্টের মেমরি ও কালার অপশন

প্রকাশনাটি একটি ছবি শেয়ার করেছে যেখানে রিয়েলমির স্মার্টফোনটি অন্তত ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন অফার করবে বলে জানা গিয়েছে। লঞ্চের সময় অন্যান্য মেমরি অপশন থাকতে পারে। এটি ভারতে নীল এবং কালো রঙে পাওয়া যেতে পারে। হ্যান্ডসেটটি NFC সাপোর্ট এবং INT সহ আসবে , যা অ্যাপলের ইন্টারকম বৈশিষ্ট্যের মতো বলে অনুমান করা হচ্ছে। এটি একটি হোমপড বা হোমপড মিনি থেকে অন্য বা অন্য অ্যাপল ডিভাইসে বার্তা পাঠাতে/গ্রহণ করতে দেবে।

READ MORE:  দুর্ধর্ষ ক্যামেরা ও চমৎকার ফিচার সহ Vivo X200 Pro Mini-র এন্ট্রি হচ্ছে ভারতে

Realme GT 7 কেমন স্পেসিফিকেশন অফার করবে

রিয়েলমি জিটি ৭ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার হতে পারে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফোনটিতে ১৬ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে। টেনার লিস্টিং বলছে, এতে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকতে পারে। এছাড়া, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,৩১০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা।

READ MORE:  Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

Scroll to Top