অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলের শেষ দিনে Realme GT 7 Pro ডিভাইসে ২ হাজার টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: আপনি যদি পারফরম্যান্স কেন্দ্রিক ফোনের সন্ধান করে থাকেন এবং বাজেট নিয়ে চাপ না থাকে, তাহলে Realme GT 7 Pro একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। আর আজ শেষ হতে চলা অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগে এই স্মার্টফোনটি সেরা ডিল সহ পাওয়া যাচ্ছে। এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্ট সেলে ২০ শতাংশ ডিসকাউন্টে ৫৪,৯৯৮ টাকায় বিক্রি হচ্ছে। আবার অ্যামাজন ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ সেলের শেষ দিনে এই ডিভাইসে ২ হাজার টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, Realme GT 7 Pro কেনার সময় ব্যাংক অফারের মাধ্যমে ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এর সাথে প্রায় ১৬৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও রয়েছে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি এই ডিভাইসের দাম ২২,৮০০ টাকা পর্যন্ত কমাতে পারেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির ওপর নির্ভর করবে।
Realme GT 7 Pro এর ফিচার এবং স্পেসিফিকেশনস
রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ২৭৮০ x ১২৬৪ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে।
রিয়েলমি জিটি ৭ প্রো ডিভাইসের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। এছাড়া, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।