Realme GT 7 Pro Discount: দূরের ছবিও ঝাক্কাস উঠবে, সেরা ক্যামেরা ও 120W ফাস্ট চার্জিংয়ের Realme স্মার্টফোন হল সস্তা | Realme GT 7 Pro 50 Megapixel Camera
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এই ডিভাইসে আছে ৬০০০ নিটস পিক ব্রাইটনেস সহ অত্যাধুনিক ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর Realme GT 7 Pro এখন অ্যামাজনে বিশেষ ডিল সহ সেরা অফারের সাথে উপলব্ধ। এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৮ টাকা। তবে এটি ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট সহ কেনা যাবে।
শুধু তাই নয়, ব্যাঙ্ক অফারে আপনি Realme GT 7 Pro ফোনের দাম ১,৫০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। এর সাথে ১,৬৫০ টাকা ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। এছাড়া এক্সচেঞ্জ অফারে পুরানো ডিভাইস বদলে ২৫,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের সামনে দেখা যাবে ২৭৮০x১২৬৪ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি 8T LTPO Eco² OLED Plus ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, এই রিয়েলমি স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সিকিউরিটির জন্য রিয়েলমি জিটি ৭ প্রো হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। এই রিয়েলমি ডিভাইস IP68 + IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ট্যাবলেট কেনার কথা চিন্তা ভাবনা করলে এবং OnePlus আপনার প্রিয় ব্র্যান্ড হলে…
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে নিয়মিত নতুন নতুন সুবিধা চালু করে। তবে অনেক…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: খবরের কাগজের পাতা খুললেই নজরে আসে কোনো নেতা-মন্ত্রী, ব্যবসায়ী অথবা শিল্পপতিদের…
বিদ্যুতের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এখন সাধারণ মানুষের সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল…
সুমন পাত্র, কলকাতা: আপনি যদি বাজেটের মধ্যে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারেন এমন ফোন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই বড় চমক! রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগেই নাইট তারকাকে…
This website uses cookies.