Realme GT 7 Pro Racing Edition Launched: 16 জিবি র‍্যামের দুর্দান্ত ফোন আনল রিয়েলমি, রয়েছে 6500mah ব্যাটারি ও 120W চার্জিং | Realme GT 7 Pro Racing Edition Price

রিয়েলমি বড় চমক নিয়ে হাজির হল। সংস্থাটি চীনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেট পরিচালিত সবথেকে সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন ফোনটি হল Realme GT 7 Pro Racing Edition। এতে গেমিং এবং স্পিডের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এটি বাজারে সাড়া ফেলবে বলেই মনে করছে রিয়েলমি। চলুন ডিভাইসটির দাম-সহ সমস্ত বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক।

Realme GT 7 Pro Racing Edition: ফিচার্স ও স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন, ১,৬০০ নিট ব্রাইটনেস (এইচবিএম), ৬,০০০ নিট এইচডিআর ব্রাইটনেস, ডলবি ভিশন, ২,৬০০ হার্টজ ইন্সট্যান্ট টাচ স্যাম্পলিং রেট অফার করে। অ্যাড্রিনো জিপিইউ সহ এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ।

READ MORE:  দমদার পারফরম্যান্সের সাথে আসছে Realme GT 7 Pro এর রেসিং এডিশন, বড় ব্যাটারি সহ থাকবে ট্রিপল ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি তোলার জন্য সামনে ১৬ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে ৬,৫০০ এমএএইচ টাইটান ব্যাটারি রয়েছে যা ১২০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে।

রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে আল্ট্রা-লিনিয়ার ডুয়াল স্পিকার, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওরিয়ালিটি অডিও, জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮/৬৯ রেটিং, ডুয়াল-চেম্বার ভ্যাপার কুলিং সিস্টেম এবং জিটি পারফরম্যান্স ইঞ্জিন।

READ MORE:  6500mAh ব্যাটারি সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Vivo Y29 4G ও Vivo Y39 5G, জল লাগলেও নষ্ট হবে না

Realme GT 7 Pro Racing Edition দাম

জিটি ৭ প্রো রেসিং এডিশনের দাম ৩,০৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৬,৯০০ টাকা। এটি ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য৷ ফলে এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্ন্যাপড্রাগন ৮ এলিট চালিত ফোনে পরিণত হয়েছে। নেপচুন এক্সপ্লোরার এডিশন (নীল) এবং স্টার ট্রেইল টাইটানিয়াম রঙে উপলব্ধ এই ফোন। বর্তমানে এটি চীনে বিক্রি হচ্ছে। ভারত বা গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  Redmi Note 14s Launched: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi Note 14s লঞ্চ হল, কম দামে ৮ জিবি র‌্যাম ও বড় ব্যাটারি | Redmi Note 14s Price

Scroll to Top