Realme GT 7 Pro Racing Edition Launched: 16 জিবি র্যামের দুর্দান্ত ফোন আনল রিয়েলমি, রয়েছে 6500mah ব্যাটারি ও 120W চার্জিং | Realme GT 7 Pro Racing Edition Price
রিয়েলমি বড় চমক নিয়ে হাজির হল। সংস্থাটি চীনে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেট পরিচালিত সবথেকে সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন ফোনটি হল Realme GT 7 Pro Racing Edition। এতে গেমিং এবং স্পিডের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এটি বাজারে সাড়া ফেলবে বলেই মনে করছে রিয়েলমি। চলুন ডিভাইসটির দাম-সহ সমস্ত বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক।
রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন, ১,৬০০ নিট ব্রাইটনেস (এইচবিএম), ৬,০০০ নিট এইচডিআর ব্রাইটনেস, ডলবি ভিশন, ২,৬০০ হার্টজ ইন্সট্যান্ট টাচ স্যাম্পলিং রেট অফার করে। অ্যাড্রিনো জিপিইউ সহ এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এতে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি তোলার জন্য সামনে ১৬ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে ৬,৫০০ এমএএইচ টাইটান ব্যাটারি রয়েছে যা ১২০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে।
রিয়েলমি জিটি ৭ প্রো রেসিং এডিশনের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে আল্ট্রা-লিনিয়ার ডুয়াল স্পিকার, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওরিয়ালিটি অডিও, জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮/৬৯ রেটিং, ডুয়াল-চেম্বার ভ্যাপার কুলিং সিস্টেম এবং জিটি পারফরম্যান্স ইঞ্জিন।
জিটি ৭ প্রো রেসিং এডিশনের দাম ৩,০৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৬,৯০০ টাকা। এটি ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য৷ ফলে এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্ন্যাপড্রাগন ৮ এলিট চালিত ফোনে পরিণত হয়েছে। নেপচুন এক্সপ্লোরার এডিশন (নীল) এবং স্টার ট্রেইল টাইটানিয়াম রঙে উপলব্ধ এই ফোন। বর্তমানে এটি চীনে বিক্রি হচ্ছে। ভারত বা গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি।
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
This website uses cookies.