লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme GT 7 Specification: এপ্রিলের বাজার কাঁপাবে Realme GT 7, 7000mAh ব্যাটারির সাথে এই মাসেই লঞ্চ | Realme GT 7 Dimensity 9400 Plus Chipset

Published on:

রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা বলছি ভাবছেন তো? তাহলে জেনে রাখুন, Realme GT 7 এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জানিয়েছে কোম্পানি। এটি MediaTek-এর নতুন Dimensity 9400+ প্রসেসর চালিত প্রথম মডেল হতে চলেছে। এই চিপ ১১ই এপ্রিল প্রকাশ্যে আসবে যা গত বছরের অক্টোবরে লঞ্চ হওয়া Dimensity 9400-এর ওভারক্লকড সংস্করণ।

READ MORE:  বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই Samsung স্মার্টফোন, এখন ৮০০০ টাকার কমে কেনার সুযোগ

Realme GT 7 এপ্রিলে Dimensity 9400+ চিপসেটের সাথে আসছে

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট, জু কিউ বলেছেন, অত্যাধুনিক ৩ ন্যানোমিটার প্রক্রিয়ার নির্মিত নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০+ চিপসেট থার্মাল ম্যানেজমেন্ট এবং পাওয়ার এফিশিয়েন্সি ব্যবস্থায় ব্যাপক উন্নতি আনবে। এতে একটি কর্টেক্স এক্স৯২৫ কোর, ও তিনটি ৩.৭৩ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স এক্স৪ কোর রয়েছে।

চিপটির বাকি চারটি কোর হল ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স এ৭২০, যা একে মিডিয়াটেকের এখনও পর্যন্ত সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির মোবাইল প্রসেসর করে তুলেছে। এটি আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের পরীক্ষায় ৩০ লক্ষ পয়েন্ট অতিক্রম করেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফলে এই প্রসেসর পরিচালিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি শীর্ষ-স্তরের পারফর্মার হিসেবে পরিচিতি লাভ করবে।

READ MORE:  Realme 14T 5G Specification: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, Realme 14T 5G বাজারে আসতেই ঝড় তুলবে | Realme 14T 5G 50 Megapixel Dual Camera

Realme GT 7 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পাওয়ারফুল প্রসেসর ছাড়াও, রিয়েলমি জিটি ৭ এর অন্যতম বৈশিষ্ট্য হবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ১.৫K রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, রিয়েলমি জিটি ৭ তার পূর্বসূরী মডেলের (পড়ুন জিটি ৬) তুলনায় হালকা এবং পাতলা ডিজাইন অফার করবে বলে দাবি করা হয়েছে। চীনে এই ফোনের দাম ৩,০০০ ইউয়ান হওয়ার সম্ভাবনা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫,৩০০ টাকা।

READ MORE:  iQOO Z10 Turbo: শাওমি, ভিভো ছেড়ে এই কোম্পানির ফোন কিনবে মানুষ, কারণ জানলে অবাক হবেন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.