লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme GT 8 Pro Specifications: বাজারে ঝড় তুলতে আসছে রিয়েলমির অলরাউন্ডার স্মার্টফোন, দুর্ধর্ষ ফিচার্স | Realme GT 8 Pro Snapdragon 8 Elite 2 Processor

Published on:

Realme GT 8 Pro ফোনে Snapdragon 8 Elite 2 প্রসেসর, OLED ডিসপ্লে, ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে প্রিমিয়াম থেকে শুরু করে মিড-রেঞ্জ এবং এন্ট্রি লেভেল সেগমেন্টে একের পর এক ফোন লঞ্চ করছে রিয়েলমি। এবার গত বছরের নভেম্বর লঞ্চ হওয়া Realme GT 7 Pro মডেলটির উত্তরসূরী নিয়ে কাজ শুরু করেছে কোম্পানি। Realme GT 8 Pro পূর্বসূরীর মতো একই সময়ে আত্মপ্রকাশ করতে পারে। এখন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, এটি একটি অলরাউন্ডার ফ্ল্যাগশিপ ফোন হবে। ফিচার্স হবে অসাধার।

READ MORE:  Vijay Sale: গল্প নয় সত্যি, এবার আইফোনের স্বপ্নপূরণ, জনপ্রিয় মডেলে প্রায় 15 হাজার টাকা ছাড় | iPhone 16 Pro Price Drop

Realme GT 8 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এক চাইনিজ টিপস্টারের ওয়েইবো (টুইটারের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট থেকে জানা গিয়েছে, Realme GT 8 Pro মডেলে ২K রেজোলিউশন সহ একটি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে। নিরাপত্তার জন্য, এটি একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সজ্জিত থাকবে। ফোনটি একটি অলরাউন্ডার ফ্ল্যাগশিপ হবে যা পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করবে।

READ MORE:  iPhone 17 Series Launch Timeline: iPhone 17 সিরিজে চমকের শেষ থাকবে না, বড় ডিসপ্লে সহ থাকবে আরও ভালো সেলফি ক্যামেরা | iPhone 17 Plus Price

Realme GT 8 Pro হাই-পারফরম্যান্সের জন্য আসন্ন Snapdragon 8 Elite 2 চিপসেট দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৭,০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফোনটির সম্পর্কে আর কিছু জানা যায়নি। উল্লেখ্য, কোম্পানি স্ট্যান্ডার্ড Realme GT 7 নিয়েও কাজ করছে বলে জানা গিয়েছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা। এতে নতুন Dimensity 9400 Plus প্রসেসর থাকতে পারে।

READ MORE:  ১০ হাজার টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, Redmi 14C থেকে আছে POCO M6 Plus 5G

ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, Realme GT 7 ফোনে ৭,০০০ এমএএইচ ক্ষমতার সিঙ্গেল-সেল ব্যাটারি এবং ১০০ ওয়াট র‍্যাপিড চার্জিংয়ের সমর্থন থাকবে। এটি ৭,০০০ এমএএইচ ব্যাটারির সবথেকে দ্রুত চার্জ হওয়া স্মার্টফোন হবে। এটি সেই বিরল স্মার্টফোনগুলির মধ্যে একটি যা এমন হাই ক্যাপাসিটির ব্যাটারি এবং ফাস্ট চার্জিং কম্বিনেশন অফার করছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.