Realme Holi Sale: হোলিতে বিরাট সস্তায় Realme Narzo সিরিজের এই স্টাইলিস স্মার্টফোন, ৬৫০০ টাকা পর্যন্ত সস্তা | Realme NARZO 70 Turbo 5G Discount Price
বাজারে এখন নজরকাড়া লুকের একাধিক স্মার্টফোন উপলব্ধ। আর এই ডিভাইসগুলির দামও খুব বেশি না। এমনই একটি ফোন Realme NARZO 70 Turbo 5G। হোলি সেলে এই হ্যান্ডসেটটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজন এর উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। ইউনিক ডিজাইন ছাড়াও Realme NARZO 70 Turbo 5G গেমারদের জন্য একটি আদর্শ বিকল্প। আসুন অফারে এটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনটি তিনটি মডেলে এসেছে। এগুলি হল ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। মডেলগুলি এখন সরাসরি ১৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাচ্ছে।
এরফলে এর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকার পরিবর্তে ১৬,৯৯৯ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। আবার এর সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক অফ বরোদা ও ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। অন্যান্য ব্যাঙ্ক কার্ডেও অফার আছে।
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০x২৪০০ পিক্সেলের রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ২০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিন আছে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.