Realme Narzo 70x 5G Discount: রিয়েলমি সস্তা 5G স্মার্টফোনে 2 হাজার টাকা ছাড়, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন | Realme Narzo 70x 5G Discount Price

লিমিটেড টাইম অফারের অংশ হিসাবে, Realme Narzo 70x 5G স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আমাজনে মাত্র ১০,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সাধারণত ফোনটি অন্য সময়ে ১২,৪৯৯ টাকায় বিক্রি হয়। স্টক শেষ না হওয়া পর্যন্ত এই অফার মিলবে বলে আশা করা যায়। Narzo 70x 5G এমনই এক স্মার্টফোন যা পারফরম্যান্স এবং ফিচার্সের অসাধারণ মিশ্রণ অফার করে।

READ MORE:  Samsung Galaxy S25 Edge: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে Samsung | Samsung Galaxy S25 Edge Geekbench Listing

আমাজনে চেকআউটের সময় কিছূ ব্যাঙ্কের অফার পাওয়া যাবে। ফলে বাজেট-সচেতন ক্রেতাদের জন্য একটি চমৎকার ডিল হতে পারে এটি। ব্যবহারকারী আমাজন আইসিআইসিআই ব্যাঙ্কের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক পাবেন। সঙ্গে নো-কস্ট ইএমআই প্ল্যান থেকে উপকৃত হবেন।

স্পেসিফিকেশনের কথা বললে, Realme Narzo 70x 5G মডেলে স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। MediaTek Dimensity 6100+ প্রসেসরে দ্বারা পরিচালিত এই ফোন। পাওয়ার ব্যাকআপের জন্য, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। ফোনটি আইস ব্লু এবং ফরেস্ট গ্রিন কালার অপশনে পাওয়া যাচ্ছে।

READ MORE:  Flipkart OMG Sale: হাজার হাজার টাকা ছাড়ে ৫০+৫০+৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন, তাড়াতাড়ি কিনুন | Redmi Note 14 Pro+ 5G 50MP Triple Camera

ফটোগ্রাফির জন্য Realme Narzo 70X মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনে ব্লুটুথ ৫.৩ ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এনএফসি সহ নানা বৈশিষ্ট্য আছে। ফোনটির সঙ্গে ফ্রি চার্জার পাবে ক্রেতারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৪০০০ টাকা দাম কমলো Moto E50 Pro এর, সীমিত সময়ের অফার দুর্দান্ত ক্যামেরা ফোনের উপর
Scroll to Top