লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme Narzo 80 Pro 5G Launched: বাজেট ফোনে 26GB র‌্যাম সহ 6000mAh ব্যাটারি, Realme Narzo 80 Pro 5G ঝড় তুলতে লঞ্চ হল | Realme Narzo 80 Pro 5G Price in India

Published on:

রিয়েলমি আজ ভারতীয় বাজারে নারজো 80 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এরমধ্যে মিড-রেঞ্জে এসেছে Realme Narzo 80 Pro 5G। এছাড়া Realme Narzo 80x সম্পর্কে আমরা আগেই জানিয়েছে। প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি 6,050mm² VC কুলিং সিস্টেম সহ এসেছে এবং এতে BGMI এর জন্য 90fps (ফ্রেম প্রতি সেকেন্ড) সাপোর্ট করবে। ফোনটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত, যা একে শক, ভাইব্রেশন, চাপ, ধুলো, উচ্চ তাপমাত্রা, কম তাপমাত্রা থেকে রক্ষা করে।

Realme Narzo 80 Pro 5G এর ভারতে দাম এবং অফার

ভারতে রিয়েলমি নারজো 80 প্রো 5G এর 8GB র‌্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,499 টাকা এবং 23,499 টাকা। এটি নাইট্রো অরেঞ্জ, রেসিং গ্রীন এবং স্পিড সিলভার কালারে এসেছে। লঞ্চ অফার হিসেবে স্মার্টফোনটি 2000 টাকা ছাড়ে কেনা যাবে। এর মধ্যে 1500 টাকার কুপন ডিসকাউন্ট এবং 500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অন্তর্ভুক্ত আছে।

READ MORE:  হাতে আর মাত্র দু'সপ্তাহ, মার্চে Xiaomi 15 সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন আসছে ভারতে | Xiaomi 15 Series India Launch Date March 2

Realme Narzo 80 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো 80 প্রো 5G ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120Hz কার্ভড AMOLED আছে। এতে আল্ট্রা ন্যারো বেজেলস এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে 12GB পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম এবং 14GB পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে।

READ MORE:  80W ফাস্ট চার্জিং ও 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে Oppo-র নতুন ফোন

রিয়েলমির তরফে দাবি করা হয়েছে যে এটি দুটি অ্যান্ড্রয়েড OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। এতে AI আলট্রা ক্ল্যারিটি 2.0, AI স্ন্যাপ মোড এবং AI ইরেজার 2.0 আছে। Realme Narzo 80 Pro 5G স্মার্টফোনে OIS সহ 50MP IMX882 প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  iQOO Neo 10R 5G: পারফরম্যান্স নিয়ে কম্প্রোমাইজ নয়, লঞ্চের আগে ইউটিউবারদের দিয়ে স্মার্টফোন পরীক্ষা করাবে iQOO | iQOO Test and Certifying Smartphone by YouTuber

রিয়েলমির এই ফোন মাত্র 7.55 মিমি পুরু এবং এর ওজন মাত্র 179 গ্রাম। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি 4 বছরের ব্যাটারি লাইফ সহ আসে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ-C অডিও, স্টেরিও স্পিকার, হাই-রোজার অডিও রয়েছে। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধী (IP66+IP68+IP69 রেটিং)।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.