Realme Narzo 80 Pro 5G Launched: বাজেট ফোনে 26GB র্যাম সহ 6000mAh ব্যাটারি, Realme Narzo 80 Pro 5G ঝড় তুলতে লঞ্চ হল | Realme Narzo 80 Pro 5G Price in India
রিয়েলমি আজ ভারতীয় বাজারে নারজো 80 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এরমধ্যে মিড-রেঞ্জে এসেছে Realme Narzo 80 Pro 5G। এছাড়া Realme Narzo 80x সম্পর্কে আমরা আগেই জানিয়েছে। প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি 6,050mm² VC কুলিং সিস্টেম সহ এসেছে এবং এতে BGMI এর জন্য 90fps (ফ্রেম প্রতি সেকেন্ড) সাপোর্ট করবে। ফোনটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত, যা একে শক, ভাইব্রেশন, চাপ, ধুলো, উচ্চ তাপমাত্রা, কম তাপমাত্রা থেকে রক্ষা করে।
ভারতে রিয়েলমি নারজো 80 প্রো 5G এর 8GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,499 টাকা এবং 23,499 টাকা। এটি নাইট্রো অরেঞ্জ, রেসিং গ্রীন এবং স্পিড সিলভার কালারে এসেছে। লঞ্চ অফার হিসেবে স্মার্টফোনটি 2000 টাকা ছাড়ে কেনা যাবে। এর মধ্যে 1500 টাকার কুপন ডিসকাউন্ট এবং 500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অন্তর্ভুক্ত আছে।
রিয়েলমি নারজো 80 প্রো 5G ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120Hz কার্ভড AMOLED আছে। এতে আল্ট্রা ন্যারো বেজেলস এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দেওয়া হয়েছে, যার সাথে 12GB পর্যন্ত ফিজিক্যাল র্যাম এবং 14GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে।
রিয়েলমির তরফে দাবি করা হয়েছে যে এটি দুটি অ্যান্ড্রয়েড OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। এতে AI আলট্রা ক্ল্যারিটি 2.0, AI স্ন্যাপ মোড এবং AI ইরেজার 2.0 আছে। Realme Narzo 80 Pro 5G স্মার্টফোনে OIS সহ 50MP IMX882 প্রাইমারি সেন্সর এবং 2MP মোনোক্রোম সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিয়েলমির এই ফোন মাত্র 7.55 মিমি পুরু এবং এর ওজন মাত্র 179 গ্রাম। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি 4 বছরের ব্যাটারি লাইফ সহ আসে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB টাইপ-C অডিও, স্টেরিও স্পিকার, হাই-রোজার অডিও রয়েছে। ফোনটি ধুলো এবং জল প্রতিরোধী (IP66+IP68+IP69 রেটিং)।
সহেলি মিত্র, কলকাতা: দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিরাট বদল ঘটতে চলেছে। আর এই বদল ঘটবে আগামী…
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পরিপ্রেক্ষিতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) স্পষ্ট করেছে যে পুরনো…
হরিয়ানভি সঙ্গীতের মঞ্চে আবারও আলোচনায় এলেন আরসি উপাধ্যায়। তার সাম্প্রতিক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে যত্ন নিয়ে নিজে হাতে গড়েছিলেন ভারতীয়…
মোটোরোলা এবার জি সিরিজের পরবর্তী ফোন Moto G86 লঞ্চ করতে চলেছে। এটি গত বছরের জুনে…
This website uses cookies.