লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme Narzo 80 Pro Price: Realme Narzo 80 Pro ঝড় তুলতে আসছে, লঞ্চের আগেই দাম ও প্রসেসরের নাম প্রকাশ্যে | Realme Narzo 80 Pro India Launch

Published on:

অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটা স্মার্টফোনের আগমনের রেশ না কাটতেই আরও একটা ফোনের খবর। রিয়েলমি যেন অন্য ব্র্যান্ডদের টেক্কা দিয়ে চলতি … Read more

অঙ্কিতা মন্ডল, কলকাতা: একটা স্মার্টফোনের আগমনের রেশ না কাটতেই আরও একটা ফোনের খবর। রিয়েলমি যেন অন্য ব্র্যান্ডদের টেক্কা দিয়ে চলতি বছরেও সর্বাধিক হ্যান্ডসেট বাজারে আনার রেকর্ড বজায় রাখার লক্ষ্যে এগোচ্ছে। Realme P3 সিরিজের পর, কোম্পানি এবার ভারতে নতুন Narzo লাইনআপে উন্মোচন জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আসলে Realme Narzo 80 Pro 5G-এর মাইক্রোসাইট এখন আমাজনে লাইভ হয়েছে। এবং সেখান থেকে ফোনটির চিপসেট, আনটুট স্কোর এবং দামের রেঞ্জের মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

READ MORE:  UPI লেনদেনে বড়সড় পরিবর্তন‌ আনছে NPCI, আর সবাই পাবে না এই সুবিধা

Realme Narzo 80 Pro 5G ভারতে আসছে

রিয়েলমি নার্জো ৮০ প্রো ভারতে অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে। যদিও লিস্টিংয়ে এখনও সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি, তবে এপ্রিল মাসেই রিলিজ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এটি সেগমেন্টের প্রথম ফোন হিসাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চালিত হবে। ডিভাইসটি আনটুটু বেঞ্চমার্কে ৭,৮৩,০০০ স্কোর অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।

READ MORE:  Free Fire Tips : ফ্রি ফায়ার গেমারদের জন্য সেরা 5 টিপস, গেমিং হবে আরও মজাদার | Free fire tips gamers should follow these 5 tips

কত দাম হবে

আমাজন লিস্টিং এই সেগমেন্টকে ২০,০০০ টাকার কম দামের ফোনগুলিকে বোঝায়। এর থেকে স্পষ্ট যে রিয়েলমি নার্জো ৮০ প্রো ভারতে ২০,০০০ টাকায় পাওয়া যেতে পারে, যা সম্ভবত বেস মডেলের দাম হবে। প্রসঙ্গত, নার্জো ৭০ প্রো গত বছরের মার্চে ১৯,৯৯৯ টাকা মূল্যে ভারতে আত্মপ্রকাশ করেছিল। এটি ছিল ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের দাম। আর ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল ২১,৯৯৯ টাকা।

READ MORE:  মুকেশ আম্বানি নিয়ে এলেন নতুন ক্রিপ্টোকারেন্সি Reliance Jio Coin, জিও ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে অফার!

অ্যামাজন দাবি করেছে, Realme Narzo 80 Pro-তে অ্যাপের মধ্যে স্যুইচ করার সময় কোনও বিলম্ব হবে না এবং গেমিং চলাকালীন কোনও ফ্রেম ড্রপ হবে না। ফোনটির মাইক্রোসাইট সবেমাত্র লাইভ হওয়ার কারণে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু প্রকাশ হয়নি, তবে শীঘ্রই লঞ্চের তারিখ ও অন্যান্য ফিচার্স ঘোষণা হবে বলে আশা করা যায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.