Realme Narzo 80x 5G: পয়লা এপ্রিলেই বড় ঘোষণা, Realme Narzo সিরিজের নতুন ফোন আসছে, দাম জেনে নিন | Realme Narzo 80 Pro 5G India Launch
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G এবং Narzo 80x আগামী সপ্তাহেই ভারতে আসতে চলেছে। ফোনগুলি আমাজন ইন্ডিয়া ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ হবে। রিয়েলমি ইতিমধ্যেই ক্রেতাদের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে, যা উভয় ফোনের একাধিক ফিচার্স প্রকাশ করেছে। একইসাথে দামের ইঙ্গিত দেওয়া হয়েছে।
রিয়েলমি নার্জো ৮ প্রো ৫জি ও নার্জো ৮০এক্স ভারতে ৯ এপ্রিল, দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। দুটি ফোনই অ্যামাজন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনার জন্য উপলব্ধ হবে। কোম্পানি জানিয়েছে, নার্জো ৮০ প্রো ৫জি এর দাম ২০,০০০ টাকার মধ্যে থাকবে, যেখানে নার্জো ৮০এক্স মডেলটির দাম ১৩,০০০ টাকার নিচে হবে। অর্থাৎ ফোন দুটির বেস মডেলের মূল্য যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকা থেকে শুরু হবে বলে আশা করা যায়।
নার্জো ৮০ সিরিজের উভয় মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। দুই ফোনেই ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। প্রো মডেলটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে, যেখানে নার্জো ৮০এক্স মডেলটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। রিয়েলমি নার্জো ৮০ প্রো ৫জি ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসরে চলবে। আর অন্য ফোনটি ডাইমেনসিটি ৬৪০০ চিপসেটের সাথে আসবে।
Realme Narzo 80 Pro 5G-এর পুরুত্ব ৭.৫ মিমি। এতে গোল ক্যামেরা মডিউল এবং ৪,৫০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস সহ কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম পেয়েছে। অন্যদিকে, ফ্ল্যাট ফ্রেমের Narzo 80x-এর থিকনেস ৭.৯৪ মিমি। এতে আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স ও মিলিটারি গ্রেড শকপ্রুফ বডি থাকবে।
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপর ওপর সখ্যতা রেখে ভারতের অর্থ ভাান্ডারে কোপ বসাচ্ছে আমেরিকা! গত সোমবার…
This website uses cookies.