লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme Narzo 80x 5G Price in India: এত সস্তা হবে Realme Narzo 80 Pro 5G ও Narzo 80x 5G, লঞ্চের আগেই দাম ও সেলের তারিখ ঘোষণা | Realme Narzo 80 Pro 5G Sale Date

Published on:

রিয়েলমি আগামী 9 এপ্রিল নারজো সিরিজের দুটি নতুন স্মার্টফোন- Realme Narzo 80 Pro 5G এবং Realme Narzo 80x 5G লঞ্চ করতে চলেছে। তবে তার আগেই কোম্পানিটি এই ফোনগুলির দাম এবং সেলের তারিখ ঘোষণা করেছে। এর পাশাপাশি জানানো হয়েছে যে, স্টুডেন্টদের Narzo 80 Pro 5G এর সাথে 1,299 টাকার বিশেষ সুবিধা দেওয়া হবে। এর সাথে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এক বছরের স্ক্রীন ড্যামেজ প্রোটেকশনও পাওয়া যাবে। এই অফার 9 থেকে 18 এপ্রিল পর্যন্ত লাইভ থাকবে।

Realme Narzo 80 Pro 5G ও Narzo 80x 5G এর দাম ও সেলের তারিখ

রিয়েলমি নারজো 80 প্রো 5G এর আর্লি বার্ড সেল অ্যামাজন এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে 9 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে। এরপর 11 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যামাজন এবং রিয়েলমির ওয়েবসাইটে নারজো 80 প্রো 5G এবং নারজো 80x 5G এর লিমিটেড পিরিয়ড সেল শুরু হবে। দাম সম্পর্কে বললে, রিয়েলমি নারজো 80x 5G এর দাম 13 হাজার টাকার কম রাখা হবে। অন্যদিকে, নারজো 80 প্রো 5G এর দাম ২০ হাজার টাকার কম রাখা হবে।

READ MORE:  Realme Neo 7 SE Launched: শক্তিশালী 7000mah ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল Realme Neo 7 SE | Realme Neo 7 SE Price

Realme Narzo 80 Pro 5G এর ফিচার

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 80 প্রো 5G সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা স্লিম ফোন হবে। প্রসেসরের হিসেবে এতে ডাইমেনসিটি 7400 চিপসেট থাকবে। এই ফোনের AnTuTu স্কোর 780K এর বেশি। এটি মাল্টিটাস্কিং এর জন্য একটি অসাধারণ ডিভাইস হবে। এতে সেগমেন্টের সবচেয়ে বড় 6050mm² VC কুলিং সিস্টেম থাকবে। রিয়েলমির এই ফোনে 6000mAh ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের ডিসপ্লে 4500 নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করবে।

READ MORE:  আইফোনকে নকল ওয়ানপ্লাসের, আসছে নতুন “ম্যাজিক কিউব কি” ফিচার

Realme Narzo 80x 5G এর বিশেষত্ব

রিয়েলমি নারজো 80x 5G এর কথা বললে, এই ফোন 6000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সহ আসবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 5G চিপসেট ব্যবহার করা হবে। ফোনটির ইউনিক স্পিডওয়েভ পেটেন্ট ডিজাইন খুব চমৎকার লুক দেবে। এটি মিলিটারি-গ্রেড শকরেজিস্ট্যান্সও সহ আসবে। রিয়েলমি নারজো সিরিজের এই নতুন ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ আই কমফোর্ট ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিভাইসে IP69 ওয়াটারপ্রুফ রেটিং থাকবে।

READ MORE:  OnePlus 13 নাকি Xiaomi 15: দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পারফরম্যান্সের বিচারে সেরা কোনটা, দেখুন তুলনা | OnePlus 13 vs Xiaomi 15 Compare

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.