Realme Narzo N61 Price: ১২ জিবি র‌্যামের Realme Narzo N61 ফোন ৮ হাজার টাকার কমে, রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা | Smartphonee Under 8000 Rupees

আপনি যদি ৮ হাজার টাকারও কম রেঞ্জে বেশি র‌্যাম এবং দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে আপনার জন্য রয়েছে লোভনীয় ডিল। এই ডিলে, আপনি ১২ জিবি পর্যন্ত র‌্যামের (৬ জিবি ফিজিক্যাল + ৬ জিবি ভার্চুয়াল) Realme Narzo N61 বাম্পার ডিসকাউন্টে কিনতে পারবেন। এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৮,৪৯৯ টাকায় তালিকাভুক্ত। এর সাথে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

READ MORE:  Realme Neo 7 SE Price: চাপে পড়তে চলেছে রেডমি, লঞ্চের আগেই Realme Neo 7 SE ফোনের দাম প্রকাশ হল | Realme Neo 7 SE Launch Date

এই ডিসকাউন্টের পর Realme Narzo N61 মাত্র ৭৯৯৯ টাকায় আপনার হতে পারে। এর সাথে রয়েছে ব্যাঙ্ক অফার। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৮,০৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া অতিরিক্ত ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

Realme Narzo N61 এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৬১ ফোনের সামনে দেখা যাবে ১৬০০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৪-ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৫৬০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসোক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসের মেমোরি ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

READ MORE:  Samsung Galaxy A55 5G Discount: ২০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy A55 5G স্মার্টফোন | Samsung Galaxy A55 5G Price Cut

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নারজো এন৬১ ডিভাইসে ৩২ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য ফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলে।

Scroll to Top