Realme Neo 7 SE ও Realme Neo 7x লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 7000mah ব্যাটারি! | Realme Neo 7x 7 SE Launch Date

Realme Neo 7 SE ও Realme Neo 7x অবশেষে বাজারে পা রাখতে চলেছে। গত কয়েকদিন ধরে এই ফোনগুলির আগমনের খবর প্রচারের পর, চীনে লঞ্চ ডেট ঘোষণা করেছে রিয়েলমি। সংস্থা তাদের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) প্রোফাইল মারফত জানিয়েছে যে দুটি ফোনই ২৫শে ফেব্রুয়ারি প্রকাশ হবে। লঞ্চ ইভেন্টটি চীনে স্থানীয় সময় বিকেল ৪টায় (ভারতীয় সময় দুপুর ১:৩০) অনুষ্ঠিত হবে।

Realme Neo 7 SE তিনটি কালার অপশনে আসবে এবং MediaTek Dimensity 8400 Max প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। অফিসিয়াল পোস্টার থেকে সম্পূর্ণ ডিজাইন প্রকাশ্যে এসেছে। এটি কালো, নীল এবং রূপালী রঙে উপলব্ধ হবে। নীল রঙের মডেলটিকে ব্লু মেকা এডিশন বলা হবে। আবার এটি স্ক্র্যাচ-প্রতিরোধী বলে দাবি করা হচ্ছে। ফোনের পিছনে আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ডুয়াল-ক্যামেরা সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে।

READ MORE:  ভারতে আগমন কেউ আটকাতে পারবে না! Realme Narzo 80 Pro পেল BIS সার্টিফিকেশন | Realme Narzo 80 Pro Bis Certified India

চীনে Realme Neo 7 SE স্মার্টফোনের দাম ২,০০০ ইউয়ানের নিচে (প্রায় ২৪,০০০ টাকা) থাকতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই Realme Neo 7x মডেলটি ১,০০০ ইউয়ান প্রাইস রেঞ্জে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় ১২,০০০ টাকার সমান। Realme Neo 7 SE সম্ভবত স্ট্যান্ডার্ড Realme Neo 7 মডেলটির কিছুটা সাশ্রয়ী মূল্যের সংস্করণ হিসেবে বিক্রি হবে।

READ MORE:  সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৩ স্মার্টফোন, Redmi, Poco ও Tecno আছে লিস্টে

ফাঁস হওয়া রিপোর্টের উপর ভিত্তি করে জানা গিয়েছে, Realme Neo 7 SE-তে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫K রেজোলিউশন (১২৬৪x২৭৮০ পিক্সেল) সমর্থন করবে। ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলতে পারে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে বলে আশা করা যায়।

READ MORE:  iQOO Neo 10R Launched in India: সনি ক্যামেরার সাথে সুপার ফাস্ট প্রসেসর, iQOO Neo 10R ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ হল, দাম কত

Scroll to Top