Realme Neo 7 SE Antutu Score: উন্নত কুলিং সিস্টেম, সঙ্গে শক্তিশালী প্রসেসর, পারফরম্যান্সে ঝড় তুলবে Realme Neo 7 SE | Realme Neo 7 SE Dimensity 8400 Max Chipset

Realme Neo 7 SE অপেক্ষার অবসান ঘটিয়ে ২৫শে ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে। রিয়েলমির এই আসন্ন স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হাই-পারফরম্যান্স। আর এখন থেকেই ফোনটির বিশেষত্বের আভাস মিলতে শুরু করেছে। বাজারে আত্মপ্রকাশের আগেই, এটি তার সেগমেন্টে অন্যতম পাওয়ারফুল মডেল হওয়ার দিকে এগোচ্ছে। Realme Neo 7 SE-এর বেঞ্চমার্ক স্কোর সত্যিই চমকে দেওয়ার মতো।

রিয়েলমির দাবি, Neo 7 SE আনটুটু বেঞ্চমার্ক সাইটে ১.৮ মিলিয়ন বা ১৮,৮৪,৭৬৩ পয়েন্ট অর্জন করেছে। ফলে তার বিভাগে সবচেয়ে শক্তিশালী ফোনগুলির মধ্যে গণ্য হতে চলেছে। এই পারফরম্যান্সের মূলে রয়েছে MediaTek Dimensity 8400 Max প্রসেসর। এতে আটটি কোরযুক্ত অত্যাধুনিক আর্কিটেকচার রয়েছে, যার পিক ক্লক স্পিড ৩.২৫ গিগাহার্টজ।

READ MORE:  উঠে যাচ্ছে বাধা, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে Starlink

Realme Neo 7 SE-এর আরও একটি বিশেষত্ব হল ৬০০০-নিট আই-কেয়ার ডিসপ্লে, যা আরামদায়ক ভিউয়িং এক্সপিরিয়েন্সের জন্য হাই-ব্রাইটনেস ও ফ্লিকার-ফ্রি প্রযুক্তি সমর্থন করে। অতিরিক্ত ব্যবহারেও সর্বোত্তম কর্মক্ষমতা বজায় রাখার জন্য, সিঙ্গেল লেয়ার ভ্যাপার চেম্বার ও হাই-এয়ারফ্লো থার্মাল ডিজাইন সহ উন্নত কুলিং সিস্টেম আছে। রূপালী, নীল এবং কালো রঙে পাওয়া যাবে এই ফোন।

READ MORE:  মিররলেস ক্যামেরা হিসাবে কাজ করবে স্মার্টফোন, Realme আনতে চলেছে বড় চমক | Realme Launch Mirrorless Camera Smartphone

কোর স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি নিও ৭ এসই স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫K রেজোলিউশন, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ অপশন, এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে বলে আশা করা যায়। চীনে ডিভাইসটির দাম ২,০০০ ইউয়ানের নিচে (প্রায় ২৪,০০০ টাকা) থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

READ MORE:  আরও নিরাপদ WhatsApp এ ফাইল শেয়ারিং, View Once ফিচারের জন্য এল নতুন সুবিধা

Scroll to Top