Realme Neo 7 SE Launched: শক্তিশালী 7000mah ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল Realme Neo 7 SE | Realme Neo 7 SE Price
Realme Neo 7x-এর সঙ্গে গতকাল আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে রিয়েলমি৷ নতুন এই মডেলটির নাম Realme Neo 7 SE। ডিভাইসটিতে মিডিয়াটেকের Dimensity 8400 Max প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির বড় আকর্ষণ হল ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ৮০ ওয়াট চার্জিং সমর্থন করে। LTPO প্রযুক্তির ডিসপ্লে সর্বোচ্চ ৬,০০০ নিটস ব্রাইটনেস অফার করে। ফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে। কোম্পানির দাবি, Realme Neo 7 SE জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য IP66, IP68 এবং IP69 সার্টিফায়েড।
রিয়েলমি নিও ৭এসই ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড এলটিপিও স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫K রেজোলিউশন, সর্বোচ্চ ৬০০০ নিট ব্রাইটনেস, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ২৬০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসরে চলে। ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
রিয়েলমি নিও ৭এসই এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেপাপিক্সেলের আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফির জন্য সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। ফোনটি এয়ারফ্লো কোল্ড ফ্রন্ট কুলিং সিস্টেম ও তাপ ব্যবস্থাপনার জন্য ৭৭০০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত।
ফোনটিতে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া, OReality অডিও সাউন্ড এফেক্ট এবং হাই-রেস অডিও সার্টিফিকেশন সমর্থন সহ ডুয়াল স্পিকার রয়েছে।
চাইনিজ মার্কেটে রিয়েলমির এই ফোনের দাম ১,৭৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২,০০০ টাকা। এটি ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। এটি বর্তমানে ব্লু মেকা, ডার্ক আর্মার্ড ক্যাভালরি এবং হোয়াইট উইংড গড অফ ওয়ার কালার অপশনে বিক্রির জন্য উপলব্ধ। ভারতে ঠিক কবে লঞ্চ হবে সেটা এখনও ঘোষণা হয়নি।
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
This website uses cookies.