Realme Neo 7 SE Price: চাপে পড়তে চলেছে রেডমি, লঞ্চের আগেই Realme Neo 7 SE ফোনের দাম প্রকাশ হল | Realme Neo 7 SE Launch Date
রিয়েলমি ভারতের পাশাপাশি চীনে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। গত সপ্তাহে সংস্থাটির হোম মার্কেটে Realme GT 7 Pro Racing Edition রিলিজ হয়েছে। আবার চলতি মাসে Realme Neo 7 SE নামে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন আনতে চলেছে তারা। এখন ব্র্যান্ডটি একটি নতুন পোস্টারের মাধ্যমে নতুন মডেলটির দামের রেঞ্জ প্রকাশ করেছে। এটি Redmi Turbo 4 ফোনটিকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
কোম্পানি অফিসিয়াল টিজারে চীনে Realme Neo 7 SE এর দাম ২০০০ ইউয়ানের (প্রায় ২৩,৯০০ টাকা) নিচে থাকবে বলে আভাস দিয়েছে। Dimensity 8400 Max প্রসেসর থাকবে এতে। অন্যদিকে, Dimensity 8400 চিপসেট চালিত Redmi Turbo 4-এর দাম ১,৯৯৯ ইউয়ান থেকে শুরু। ফলে বোঝাই যাচ্ছে দুই ফোনের লড়াই কতটা জোরদার হতে চলেছে।
মজার বিষয় হল, রেডমির ক্ষেত্রে Ultra ও রিয়েলমির জন্য Max ব্র্যান্ডিং থাকলেও মিডিয়াটেকের প্রসেসর কিন্তু সেম। যদি Realme Neo 7 SE-এর ৮ জিবি র্যাম ভেরিয়েন্ট আসে, তাহলে এটি রেডমির মডেলটিকে পেছনে ফেলে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Dimensity 8400 প্রসসর চালিত ফোনে পরিণত হতে পারে।
রিয়েলমি শুধু চিপসেটের নাম প্রকাশ করলেও, টেনা লিস্টিং থেকে নিও ৭ এসই মডেলের প্রচুর তথ্য সামনে এসেছে। এতে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪ জিবি পর্যন্ত র্যাম, ১ টিবি পর্যন্ত ইর্ন্টানাল স্টোরেজ, ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৬, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর (ইনফ্রারেড) ব্লাস্টার থাকবে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.