Realme Neo 7x Price: 6000mah ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের সঙ্গে একদম সস্তায় লঞ্চ হল Realme Neo 7x | Realme Neo 7x Specification
Realme Neo 7x অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। এই স্মার্টফোনে কোয়ালকমের নতুন Snapdragon 6 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির বড় আকর্ষণ হল ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ৪৫ ওয়াট চার্জিং সমর্থন করে। সঙ্গে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কোম্পানি দাবি করেছে, Realme Neo 7x ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66, IP68 এবং IP69 রেটিং অফার করবে।
রিয়েলমি নিও ৭এক্স ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, এবং সর্বোচ্চ ২,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসরে চলে। ৮ জিবি/১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
রিয়েলমি নিও ৭এক্স এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার দিয়ে সজ্জিত।
ফোনটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৬, আইপি৬৭, ও আইপি৬৯ মানদন্ড পূরণ করে বলে দাবি করা হয়েছে। ডিভাইসটি আকারে ১৬৩.১৫ x ৭৫.৬৫ x ৭.৯৭ মিমি এবং ওজন ১৯৪ গ্রাম।
চীনে রিয়েলমির এই ফোনের দাম ১,২৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬০০ টাকা। এটি ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। অন্যদিকে, ১২ জিবি + ৫১২ জিবি মডেলের দাম ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,২০০ টাকা)। এটি ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.