লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme Neo 7x Specification: রাত পোহালেই লঞ্চ হচ্ছে Realme Neo 7x, জলের দরে পাবেন অনবদ্য সমস্ত ফিচার্স | Realme Neo 7x Tomorrow Launch Date

Published on:

রাত পোহালেই লঞ্চ হবে রিয়েলমির দুই নতুন ফোন। Realme Neo 7x ও Neo 7 SE আগামীকাল, ২৫ই ফেব্রুয়ারি চীনে আত্মপ্রকাশ করবে বলে আগেই ঘোষণা করা হয়েছে। প্রথম মডেলটি এই স্মার্টফোন সিরিজের একটি কমদামি সংস্করণ হবে। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ১২,০০০ টাকার কাছাকাছি থাকতে পারে। এটি ভারতে Realme 14 5G বা Realme P3 5G নামে আসবে বলে আশা করা হচ্ছে। এখন লঞ্চের আগের দিন ফোনটির বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স প্রকাশ করেছে কোম্পানি।

READ MORE:  সস্তায় ভাল ফোন চান? একটু অপেক্ষা করুন, Realme C75 ও C71 লঞ্চ হচ্ছে এই তারিখে

Realme Neo 7x-এর ফিচার্স অফিসিয়ালি প্রকাশ হল

রিয়েলমি নিও ৭এক্স বিশ্বের প্রথম ফোন হতে চলেছে যা সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ (Snapdragon 6 Gen 4) প্রসেসরে রান করবে বলে ঘোষণা করা হয়েছে। ডিভাইসটিতে একটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকলেও, ৭.৯৭ মিমির অতি পাতলা বডি বজায় থাকবে। ফোনটি হালকা হবে বলেও ইঙ্গিত দিয়েছে রিয়েলমি।

READ MORE:  Vivo Y300i Launched: ২০ হাজার টাকার কমে মারকাটারি ফিচার সহ লঞ্চ হল Vivo Y300i, রয়েছে ২৪ জিবি পর্যন্ত র‌্যাম | Vivo Y300i Price

রিয়েলমি নিও ৭এক্স ফোনে জিটি ৭ প্রো ফেসিং এডিশনের অনুরূপ “বাইপাস চার্জিং” প্রযুক্তি রয়েছে। এই সিস্টেমে ব্যাটারি চার্জ করার পরিবর্তে সরাসরি ফোনে চার্জ ঢোকে। এই ব্যবস্থায় ব্যাটারির চার্জ স্থির থাকে, কিন্তু চার্জার থেকে সরাসরি ফোনে পাওয়ার আসে। সহজ কথায় বললে, ব্যাটারিকে পাশ কাটিয়ে, চার্জার থেকে শক্তি গ্রহণ করতে পারবে রিয়েলমির এই ফোন।

এছাড়া, Realme Neo 7x মডেলে IP66, IP68 এবং IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং থাকবে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি তাদের নতুন ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস ওলেড (OLED) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ রাখতে পারে।

READ MORE:  মিররলেস ক্যামেরা হিসাবে কাজ করবে স্মার্টফোন, Realme আনতে চলেছে বড় চমক | Realme Launch Mirrorless Camera Smartphone

Photo Credit – X

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.