Realme P3 5G Discount: সদ্য লঞ্চ হওয়া Realme P3 5G ফোনে ৩ হাজার টাকার বেশি ছাড়, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি | Realme P3 5G Price
সুমন পাত্র, কলকাতা: যদি আপনি বাজেট ফ্রেন্ডলি বা ২০ হাজার টাকার কম দামের কোনো মোবাইল কিনতে চান তাহলে আপনার সামনে ভালো সুযোগ রয়েছে। কারণ শুরু হয়ে গিয়েছে Realme P3 5G মোবাইলের ফ্ল্যাশ সেল। লঞ্চ অফার হিসেবে ডিভাইসটির সমস্ত ভ্যারিয়েন্ট – ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২০০ টাকা ফ্ল্যাট ছাড় সহ পাওয়া যাচ্ছে। এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।
অফারে রিয়েলমি পি৩ ৫জি-এর বেস মডেল ১৬,৯৯৯ টাকার বদলে ১৫,৭৯৯ টাকায় কেনা যাবে। আর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যেখানে ১৭,৯৯৯ টাকা, ডিসকাউন্টে ১৬,৭৯৯ টাকায় পাওয়া যাবে। আর ২৫৬ জিবি মডেল ১৯,৯৯৯ টাকার বদলে ১৮,৭৯৯ টাকায় কেনা যাবে।
তবে জানিয়ে রাখি, এই ডিসকাউন্ট অফার সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও রিয়েলমি পি৩ ৫জি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে ২,০০০ টাকা ব্যাঙ্ক ছাড় সহ কেনা যাবে।
ডিসপ্লে: রিয়েলমি পি৩ ৫জি ডিভাইসে ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর: এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুত পারফরম্যান্স দেবে।
ক্যামেরা: এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এচছ এআই স্ন্যাপ মোড, এআই শাটার এবং এআই ক্লিয়ার ফেস এর মতো অনেক এআই ফিচার সাপোর্ট করবে।
ব্যাটারি: রিয়েলমি পি৩ ৫জি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সফটওয়্যার: এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে।
শ্বেতা মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার থেকে ব্যাপক দুর্যোগের মুখে পড়েছে বাংলা। বজ্রবিদ্যুৎ…
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
This website uses cookies.