লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme P3 5G Features: Realme P3 ও P3 Ultra লঞ্চ হচ্ছে 19 মার্চ, 6000mAh ব্যাটারি সহ থাকবে সেরা ফিচার্স | Realme P3 Ultra India Launch Date March 19

Published on:

রিয়েলমি অপেক্ষার অবসান ঘটিয়ে P সিরিজের দুই নতুন স্মার্টফোন ভারতে আনার ঘোষণা করল। Realme P3 Ultra 5G এবং Realme P3 5G আগামী ১৯ই মার্চ এ দেশে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ইন্ডিয়া এক্সক্লুসিভ এই ফোন দুটি ইমপ্রেসিভ ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং দারুণ ক্যামেরা অফার করবে বলে দাবি করা হয়েছে। কোম্পানি আরও জানিয়েছে যে, MediaTek Dimensity 8350 Ultra চিপসেট চালিত প্রথম স্মার্টফোন হিসাবে আসবে Realme P3 Ultra 5G।

Realme P3 Ultra 5G

রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্ট্রা চিপসেটের প্রথম হ্যান্ডসেট হবে। এতে জিটি বুস্ট নামে একটি ফিচার থাকবে যা মূলত ল্যাগ কমায় এবং গেম খেলার সময় স্থিতিশীল ফ্রেম রেট বজায় রাখে। সংস্থার দাবি, ফোনটি BGMI-তে তিন ঘন্টা পর্যন্ত স্থিতিশীল ৯০ এফপিএস গেমপ্লে সমর্থন করবে। এটি ৪K ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং, উন্নত মাল্টি-কোর পারফরম্যান্স এবং দ্রুত এআই প্রসেসিং অফার করবে।

READ MORE:  CMF Phone 2 Pro Launched: ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ CMF Phone 2 Pro ভারতে লঞ্চ হল, রয়েছে নজরকাড়া ডিজাইন

রিয়েলমি পি৩ আল্ট্রা ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং থাকবে। এটি গেমিংয়ের সময় অতিরিক্ত গরম হওয়া রোধ করার জন্য ও ব্যাটারির আয়ু বাড়ানোর লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।এতে সেগমেন্টের বৃহত্তম ৬০৫০ স্কোয়ার মিমি ভিসি কুলিং সিস্টেম থাকবে যা অতিরিক্ত ব্যবহারের সময় অতিরিক্ত গরম হওয়া নিয়ন্ত্রণে রাখবে। এছাড়া, মসৃণ মাল্টিটাস্কিংয়ের জন্য এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও দ্রুত রেসপন্সের জন্য ২৫০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকবে।

READ MORE:  একধাক্কায় বিশাল সস্তা হল Realme-র দুর্দান্ত স্মার্টফোন, মিলছে 3 হাজার টাকা ডিসকাউন্ট

Realme P3 Ultra India Launch Date March 19

Realme P3 5G

স্ট্যান্ডার্ড রিয়েলমি পি৩ ৫জি মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেটের প্রথম স্মার্টফোন হবে। এতে জিটি বুস্টের পাশাপাশি AI মোশন কন্ট্রোল এবং AI আল্ট্রা টাচ কন্ট্রোলের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স মিলবে। অন্যদিকে, দুর্বল সিগন্যাল আছে এমন অঞ্চলে স্থিতিশীল সংযোগ বজায় রাখার জন্য অ্যান্টেনা অ্যারে ম্যাট্রিক্স ২.০ বৈশিষ্ট্য রয়েছে।

ফোনটিতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন উপলব্ধ হবে। আইপি৬৯ রেটিং জল এবং ধুলো থেকে রক্ষা করবে। ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লেতে ২০০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা থাকবে। উন্নত কুলিং সিস্টেম তাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে। রিয়েলমি দাবি করেছে যে, এই ফোনে ৯০ ফ্রেম প্রতি সেকেন্ডে বিজিএমআই খেলা যাবে।

READ MORE:  Holi Sale: আজ অফার শেষ, ১০ হাজার টাকায় ১২ জিবি র‌্যামের Realme Narzo N65 5G, রয়েছে ৫০ এমপি ক্যামেরা | Smartphone Under 10000 Rupees

আরও পড়ুন:

হোলি সেলে ১১ হাজার টাকা সস্তা Realme GT 6T 5G স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত রিয়ার ও সেলফি ক্যামেরা

হোলিতে Samsung এর লোভনীয় অফার, ৮ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

মাত্র ৫৯ টাকায় দারুন সুবিধা, খুশির দিন কি ফিরে এল Airtel ব্যবহারকারীদের জন্য

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.