Realme P3 5G Launched: কম দামে সেরা ফিচার্স! বাজার কাঁপানো ফোন নিয়ে এল Realme, পাবেন 6000mAh ব্যাটারি | Realme P3 5G Price in India

আজ রিয়েলমি ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে, যা তার দামের তুলনায় সেরা ফিচার্স অফার করে। Realme P3 5G নামে সেই মডেলটিতে এমন সব স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য রয়েছে, যা সাধারণত একটি প্রিমিয়াম স্মার্টফোনে দেখা যায়। সাধ্যের মধ্যে দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, এবং লম্বা ব্যাটারি পাবে ব্যবহারকারীরা। চলুন Realme P3 এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Realme P3: স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি পি৩ একটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৫০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও সর্বোচ্চ ২০০০ নিট ব্রাইটনেস অফার করে। এটি ভারতের প্রথম ফোন যা স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর চলে। ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে রান করে।

READ MORE:  ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি পি৩ ৫জি-এর পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনের দিকে ১৬ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটিতে ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দিয়েছে সংস্থা, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

ফ্ল্যাগশিপ গ্রেড আইপি৬৯ রেটিং রিয়েলমির নতুন ফোনটিকে বিশেষ করে তুলেছে। এই মানের অর্থ হল স্মার্টফোনটি ধুলো এবং জলের বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে (উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার জল জেট সহ্য করে)। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্টেরিও স্পিকার, ডুয়াল সিম সাপোর্ট, ব্লুটুথ ৫.২ এবং বিজিএমআই-তে ৯০ এফপিএসে গেমপ্লের জন্য জিটি বুস্ট।

READ MORE:  Flipkart Valentines Day Sale: ভ্যালেন্টাইনস ডে সেলে দাম কমলো ২০০ ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ও Infinix ফোনের | Infinix Note 40 5G and Redmi Note 13 Pro 5G Price

ভারতে Realme P3 ফোনের দাম

ভারতে রিয়েলমির নতুন ফোনের দাম ১৬,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম। সাথে আরও দুটি ভেরিয়েন্টে উপলব্ধ – ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আগামী ১৯শে মার্চ থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেলারদের মাধ্যমে বিক্রি শুরু হবে। প্রাথমিক লঞ্চ অফার হিসেবে, কোম্পানি ৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস সহ ২,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে।

READ MORE:  Realme 14 Pro Plus 5G Launched: জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, দুর্ধর্ষ ক্যামেরার Realme 14 Pro+ 5G ফোনের ১২ জিবি র‌্যাম মডেল লঞ্চ হল | Realme 14 Pro Plus 5G Price

Scroll to Top