লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme P3 5G Price: প্রথম সেলে সবচেয়ে সস্তায় Realme P3 5G, তুখোড় ফিচার সহ রয়েছে 6000mAh ব্যাটারি | Realme P3 5G Sale Today

Published on:

Realme P3 5G স্মার্টফোনে আছে ১০ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

সুমন পাত্র, কলকাতা: Realme P3 5G আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। কয়েকদিন আগেই এই ডিভাইসটি ভারতে লঞ্চ হয়েছিল। আজ দুপুর ১২টায় ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা লোভনীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে Realme P3 5G স্মার্টফোনে আছে ১০ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

READ MORE:  iQOO 15 Pro Feature: ডিসপ্লে ও ব্যাটারিতে বিরাট চমক! স্যামসাং, শাওমির ঘুম ছোটাতে আসছে iQOO 15 Pro | iQOO 15 2K LTPO OLED Display

Realme P3 5G এর প্রথম সেলে দাম ও অফার

রিয়েলমি পি৩ ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, যেগুলি হল ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এদের ভারতে দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা। ফোনটি কোমেট গ্রে, নেবুলা পিঙ্ক ও স্পেস সিলভার কালারে এসেছে।

সেল অফার হিসেবে রিয়েলমি পি৩ ৫জি কেনার সময় সমস্ত ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,১৫০ টাকা ডিসকাউন্ট পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ২,৭৫০ টাকা ছাড়। ডিভাইসটি এক্সচেঞ্জ অফার ও ৩৬ মাস পর্যন্ত ইএমআই সহ কেনা যাবে।

READ MORE:  itel Zeno 10 Discount: ৫ হাজার টাকার কমে আইফোনের মতো ডিজাইনের স্মার্টফোন, ৮ জিবি র‌্যাম সহ আছে ডুয়েল ক্যামেরা | Best Smartphones Under 5000

Realme P3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি পি৩ ৫জি স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন টু বডি রেশিও ৯২.৭ শতাংশ রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ব্রাইটনেস ২০০০ নিটস। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল Sony IMX400 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

READ MORE:  লঞ্চের আগেই ফাঁস Motorola Edge 60 Fusion এর ছবি, থাকবে ট্রিপল ক্যামেরা

পারফরম্যান্সের জন্য Realme P3 5G ডিভাইসে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ১০ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে।এতে এরোস্পেস কুলিং সিস্টেম উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ লঞ্চ হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.