Realme P3 5G Price: প্রথম সেলে সবচেয়ে সস্তায় Realme P3 5G, তুখোড় ফিচার সহ রয়েছে 6000mAh ব্যাটারি | Realme P3 5G Sale Today
Realme P3 5G স্মার্টফোনে আছে ১০ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
সুমন পাত্র, কলকাতা: Realme P3 5G আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। কয়েকদিন আগেই এই ডিভাইসটি ভারতে লঞ্চ হয়েছিল। আজ দুপুর ১২টায় ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা লোভনীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে Realme P3 5G স্মার্টফোনে আছে ১০ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।
রিয়েলমি পি৩ ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, যেগুলি হল ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এদের ভারতে দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা। ফোনটি কোমেট গ্রে, নেবুলা পিঙ্ক ও স্পেস সিলভার কালারে এসেছে।
সেল অফার হিসেবে রিয়েলমি পি৩ ৫জি কেনার সময় সমস্ত ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,১৫০ টাকা ডিসকাউন্ট পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ২,৭৫০ টাকা ছাড়। ডিভাইসটি এক্সচেঞ্জ অফার ও ৩৬ মাস পর্যন্ত ইএমআই সহ কেনা যাবে।
রিয়েলমি পি৩ ৫জি স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন টু বডি রেশিও ৯২.৭ শতাংশ রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ব্রাইটনেস ২০০০ নিটস। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল Sony IMX400 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
পারফরম্যান্সের জন্য Realme P3 5G ডিভাইসে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত ফিজিক্যাল র্যাম ও ১০ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে।এতে এরোস্পেস কুলিং সিস্টেম উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ লঞ্চ হয়েছে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেড়েছে ডিএ (DA)। শুক্রবার সরকারি…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পিন বোলিং কোচ দরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের। উৎকর্ষ কেন্দ্রের (সিওই) স্পিন বোলিং…
প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও শুরু হয়নি বৈশাখ। বসন্তের মরশুমে চলছে। কিন্তু বসন্তের লেশ মাত্র নেই।…
Motorola Edge 60 সিরিজের আত্মপ্রকাশের সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। এই লাইনআপের প্রথম মডেল হিসাবে…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভিনরাজ্যে কাজ করার তাগিদে অনেকেই নিজের রাজ্য ছেড়ে পাড়ি দেন অন্য রাজ্যে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্ম পাকিস্তানে। বাবা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে তিনি খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। বাবার…
This website uses cookies.