Realme P3 Pro 5G Rs Discount: পুরো ৫০০০ টাকা দাম কমলো Realme P3 Pro 5G স্মার্টফোনের, কাল সেল শেষ | Realme P3 Pro 5G Rs Price
রিয়েলমির পি সিরিজের স্মার্টফোনগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার পাওয়া যাবে এই সিরিজের ডিভাইসগুলিতে। আর এখন এই সিরিজের Realme P3 Pro 5G স্মার্টফোনে এখন বাম্পার ডিসকাউন্ট মিলছে। ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে কম দামে কেনা যাচ্ছে ফোনটি। আর সেলটি আগামীকাল ৫ মার্চ শেষ হতে চলেছে।
রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এর আসল দাম ২৮,৯৯৯ টাকা। এর সাথে মোটা অঙ্কের ছাড় দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে স্মার্টফোনটি ১৭ শতাংশ ছাড়ে অর্থাৎ ৫,০০০ টাকা ছাড়ে মাত্র ২৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়াও ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
রিয়েলমি পি৩ প্রো ৫জি স্মার্টফোনে আছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১৪৭২ x ২৮০০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেনো ৭২০ জিপিইউ দেওয়া হয়েছে। রিয়েলমি পি৩ প্রো ৫জি ফোনে ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯৬ প্রাইমারি ক্যামেরা, যা ওআইএস সাপোর্ট করে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.