Realme P3 Pro Colour: কুলিং সিস্টেম সহ ফাটাফাটি পারফরম্যান্স, Realme P3 Pro বাজারে ঝড় তুলতে এই তারিখে লঞ্চ হচ্ছে
আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে Realme P3 Pro। আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফোনটি এদেশে পা রাখবে। রিয়েলমি নিশ্চিত করেছে যে, ডিভাইসটিকে বিশেষভাবে ভারতীয় বাজারের জন্য ডিজাইন করা হয়েছে। Realme P3 Pro মডেলে থাকবে ‘নেবুলা ডিজাইন’, যাতে চকচকে কালার চেঞ্জিং ফাইবার এবং সেলুলয়েড টেক্সচার দেখা যাবে, যারফলে ফোনটি অন্ধকারে চকচকে করবে। এটি এই সেগমেন্টের প্রথম ডিভাইস হবে যেখানে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে।
রিয়েলমি পি৩ প্রো তিনটি বিশেষ কালারে পাওয়া যাবে: নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন এবং গ্যালাক্সি পার্পল। ডিভাইসটি ফ্লিপকার্ট এবং Realme.com থেকে কেনা যাবে। রিয়েলমি পি৩ প্রো এর জন্য মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে।
রিয়েলমি পি৩ প্রোতে ডুয়াল সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ সহ বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। ফোনের প্রাইমারি লেন্সে হবে ৫০ মেগাপিক্সেল সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), এফ/১.৮ অ্যাপারচার সাপোর্ট করবে। রিয়েলমি পি৩ প্রো মডেলে কার্ভড ডিসপ্লে দেখা যাবে। এটি জল প্রতিরোধী রেটিং সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। এটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট দ্বারা চালিত সেগমেন্টের প্রথম ফোন হবে।
রিয়েলমি পি৩ প্রো ডিভাইসে হাই ফ্রেম-রেট গেমিং সাপোর্ট করবে। এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য অ্যাডভান্সড কুলিং সিস্টেমও পাওয়া যাবে। রিয়েলমি পি৩ প্রো BGMI টুর্নামেন্ট সার্টিফাইড গেমিং পারফরম্যান্স দেবে। এতে থাকবে জিটি বুস্ট।
রিয়েলমি পি৩ প্রো ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে আসবে। এর বেস মডেলের দাম রাখা হবে প্রায় ২৫,০০০ টাকা।
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনামি ফুটবলারদের সঙ্গে নিয়েই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সুপার কাপের (Super Cup 2025)…
ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে ফের একবার ইন্টারনেটে ঝড় তুলেছেন। সম্প্রতি তার একটি ভিডিও…
সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে লটারি লাগল লক্ষ লক্ষ সরকারি কর্মীর। আবারো এক দফায় ডিএ…
ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনালিসা আবারও ইন্টারনেটের তাপমাত্রা বাড়িয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার…
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
This website uses cookies.