Realme P3 Ultra 5G Camera: 10000 টাকার কাছাকাছি দাম কমলো Realme P3 Ultra 5G ফোনের, রয়েছে 50MP সনি ক্যামেরা | Realme P3 Ultra 5G Price in India
মিডরেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত স্মার্টফোন কেনার ভালো সুযোগ দিচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart। এখানে মিড রেঞ্জের Realme P3 Ultra 5G ফোনটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এর সাথে ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাচ্ছে। আসুন সমস্ত অফারের পর ডিভাইসটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
রিয়েলমির এই স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক সাইটে 1450K স্কোর করেছে এবং এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা 5G প্রসেসর। এই ফোনে সিনেম্যাটিক ভিডিও কোয়ালিটির সুবিধা পাওয়া যাবে। এই ডিভাইসে 1.5K কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে।
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি এর 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 15 শতাংশ ডিসকাউন্টে 26,999 টাকায় বিক্রি হচ্ছে। আবার যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে 3,250 টাকা ছাড়। এর পর ফোনটি 25 হাজার টাকার কমে কেনা যাবে।
আবার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে 16,400 টাকা পর্যন্ত সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এই ডিসকাউন্টের মূল্য পুরানো ফোনের মডেল এবং তার অবস্থার উপর নির্ভর করে। হ্যান্ডসেটটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে- গ্লোয়িং লুনার হোয়াইট, নেপচুন ব্লু এবং অনিয়ন রেড।
রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ডিভাইসে আছে 6.83 ইঞ্চি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল Sony IMX896 OIS প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, আর সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
রিয়েলমি পি3 আল্ট্রা 5জি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ২০২২ সালে গ্রেফতার করা হয়।…
সহেলি মিত্র, কলকাতা: নতুন করে লটারি লাগল কয়েক লক্ষ সরকারি কর্মীর। ফের একবার মহার্ঘ্য ভাতা…
সৌভিক মুখার্জী, কলকাতা: গরম শুরু হতে না হতেই সূর্যের তেজ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র মাঝেই আচমকা বোর্ডের নয়া নির্দেশিকা! জানা যাচ্ছে, হায়দরাবাদের এক ব্যবসায়ীর সাথে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার রায়ে মুহূর্তের মধ্যে প্রায় ২৬ হাজার…
সৌভিক মুখার্জী, কলকাতা: বেসরকারি টেলিকম সংস্থাগুলি দিনের পর দিন যে হারে রিচার্জের দাম বাড়াচ্ছে, তাতে…
This website uses cookies.