Realme P3 Ultra 5G Launched: জবরদস্ত ফিচার ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Realme P3 Ultra 5G ও Realme P3 5G, দাম কত | Realme P3 Ultra 5G Price in India
রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ Realme P3 ভারতের বাজারে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে দুটি স্মার্টফোন এসেছে – Realme P3 Ultra 5G এবং Realme P3 5G। মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিরিজে। মিড-রেঞ্জ সেগমেন্টে, এই ফোনগুলি পাওয়ারফুল পারফরম্যান্স এবং ভালো বিল্ড কোয়ালিটি অফার করবে।
রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে জিটি বুস্ট প্রযুক্তি উপস্থিত এবং এটি লুনার হোয়াইট, নেপচুন ব্লু এবং ওরিয়ন রেড কালারে পাওয়া যাবে। এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 1.5K কোয়াড-কোর AMOLED ডিসপ্লে আছে এবং এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম উপস্থিত।
রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি স্মার্টফোনে ৮০ ওয়াট আল্ট্রা চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৫ মিনিট চার্জে ১.৮ ঘন্টা পর্যন্ত গেমপ্লে টাইম অফার করে। এর ব্যাক প্যানেলে রয়েছে Sony IMX896 ৫০ মেগাপিক্সেল AI সেন্সর। এতে আছে IP66/68 / IP69 ওয়াটারপ্রুফ রেটিং।
রিয়েলমির এই বাজেট ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর দেওয়া হয়েছে। এটি ৭৫০,০০০ পয়েন্টের বেশি আনটুটু স্কোর করেছে। এই ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ইস্পোর্টস ডিসপ্লে উপস্থিত, যা ২০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। এটি IP66/68/IP69 রেটিং সহ লঞ্চ হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এর ৮ জিবি র্যাম + ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং প্রথম সেল শুরু হবে ২৬ মার্চ, ২০২৫ থেকে।
প্রথম সেলে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার পাওয়া যাবে এবং ১,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে। প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। স্পেশাল অফারের পর তিনটি ভ্যারিয়েন্ট যথাক্রমে ২২,৯৯৯ টাকায়, ২৩,৯৯৯ টাকায় এবং ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে।
রিয়েলমি পি৩ ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের মূল্য ১৭,৯৯৯ টাকা। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ১৯,৯৯৯ টাকা। এর সাথে ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে।
ফোনটির আর্লি বার্ড সেল হবে আজ, ১৯ মার্চ, সন্ধ্যা ৬টা ও রাত ১০টায়। এর প্রথম সেল শুরু হবে ২৬ মার্চ থেকে।
ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
This website uses cookies.