Realme P3 Ultra থেকে Oppo F29 সিরিজ, এই সপ্তাহে লঞ্চ হচ্ছে একগুচ্ছ নতুন স্মার্টফোন | Realme P3 Ultra Oppo F29 Series Google Pixel 9a India Launch Soon

যারা নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তারা আর কটা দিন অপেক্ষা করুন। আসলে এই সপ্তাহে বেশ কয়েকটি নতুন ফোন বাজারে আসতে চলেছে। প্রথমে Realme দুটি চমৎকার স্মার্টফোন ভারতের বাজারে আনতে চলেছে এবং ঠিক একদিন পরেই Oppo-র নতুন ফোন বাজারে আসবে। এছাড়াও, গুগলের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a, এই সপ্তাহে বাজারে পা রাখবে

Realme P3 Ultra ও Realme P3 লঞ্চ হবে ১৯ মার্চ

মার্চের প্রথম সপ্তাহ থেকেই রিয়েলমি ভারতে তাদের প্রথম “আল্ট্রা” ফোন লঞ্চ করার টিজার প্রকাশ করে চলেছে। এটি ১৯ মার্চ লঞ্চ হতে চলেছে। রিয়েলমি পি৩ আল্ট্রা পি-সিরিজের প্রথম “আল্ট্রা” ফোন হবে, যেখানে ডিজাইন, পারফরম্যান্স এবং ক্যামেরা হবে অসাধারণ। পারফরম্যান্সের ক্ষেতে এতে ব্র্যান্ড নিউ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট ব্যবহার করা হবে। উপরন্তু, এটি কোয়াড-কার্ভড ডিসপ্লে সহ সবচেয়ে পাতলা ফোন হবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা থাকবে। দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য এতে দেওয়া হবে ৬০০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  Realme Neo 7 SE Launched: শক্তিশালী 7000mah ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল Realme Neo 7 SE | Realme Neo 7 SE Price

আল্ট্রা মডেলের সাথে Realme P3 আগামী ১৯ মার্চ লঞ্চ হবে। এটি ভারতের প্রথম ফোন হবে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৬০৫০ মিমি ২ ভেপার চেম্বার থাকবে যা ফোনকে ঠান্ডা রাখবে। এতে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। ধুলো ও জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৯ রেটিং আছে। এই হ্যান্ডসেটেও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

READ MORE:  Samsung Galaxy S25 Edge: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন আনছে Samsung | Samsung Galaxy S25 Edge Geekbench Listing

Oppo F29 সিরিজ লঞ্চ হবে ২০ মার্চ

Oppo তাদের নতুন স্মার্টফোন F29 এবং F29 Pro আগামী ২০ মার্চ লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনগুলি এসজিএস মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ ডিভাইসগুলি মজবুত হবে। জল এবং ধুলাবালি থেকে সুরক্ষা নিশ্চিত করতে এগুলি আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংয়ের সাথে আসবে। এছাড়া পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকতে পারে।

READ MORE:  Waterproof Smartphone: জল লাগলেও বিন্দাস চলবে, ২৫ হাজারের কমে সেরা পাঁচ ওয়াটারপ্রুফ স্মার্টফোন | Water Resistant Smartphone Under 25000

Google Pixel 9a লঞ্চ হবে ২০ মার্চ

Google Pixel 9a এই সপ্তাহেই লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে মনে করা হচ্ছিল যে ব্র্যান্ডটি ২০২৫ সালের মে মাসে আয়োজিত আই / ও ইভেন্টে এই স্মার্টফোনটি লঞ্চ করবে। তবে সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারতে এর আগমনের তারিখ ২০ মার্চ নির্ধারণ করা হয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে Pixel 9a ডিভাইসে টেনসর জি৪ চিপসেট থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের সাথে আসতে পারে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.২৮-ইঞ্চি OLED স্ক্রিন থাকবে।

Scroll to Top