লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme P3x 5G Sale: সবচেয়ে সস্তায় Realme এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন, 6000mAh ব্যাটারি সহ আছে 16 জিবি র‌্যাম | Realme P3x 5G Price

Published on:

রিয়েলমি সম্প্রতি ভারতে নতুন ওয়াটারপ্রুফ ফোন Realme P3x 5G লঞ্চ করেছে। আর আজ এই ডিভাইসটি ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজ দুপুর ১২ টায় ভারতে এই সেল শুরু হবে। Realme P3x 5G ফোনে আছে মিডিয়াটেক চিপসেট, ১২০ হার্টজ ডিসপ্লে এবং ধুলো এবং জল প্রতিরোধী IP69 রেটিং। আসুন প্রথম সেলে এর দাম এবং কি কি অফারে এটি কেনা যাবে দেখে নেওয়া যাক।

READ MORE:  Vivo X200 Ultra: আইফোনের দাদাগিরি খতম করতে মোক্ষম চাল! প্রথমবার ভিভোর ফোনে আসছে এই ফিচার | Vivo X200 Ultra Official Teaser Reveals

Realme P3x 5G এর দাম ও প্রথম সেলে অফার

রিয়েলমি পি৩এক্স ৫জি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা।

রিয়েলমি পি৩এক্স ৫জি প্রথম সেলে ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে, যার পরে এর বেস ভেরিয়েন্টের দাম হবে ১২,৯৯৯ টাকা এবং হাই-এন্ড ভেরিয়েন্টের দাম হবে ১৩,৯৯৯ টাকা। এর লুনার সিলভার ভেরিয়েন্টটি রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল সহ এসেছে এবং মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদার ফিনিশ দেখা যাবে

READ MORE:  OnePlus Ace 5 Price: ৭০ দিনে বিক্রি ছাড়িয়েছে ১০ লক্ষ, OnePlus Ace 5 সিরিজের ফোন‌ কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের | OnePlus Ace 5 Series Sells Cross 1 Million Unit

Realme P3x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Realme P3x 5G ফোনে আইপি৬৮/৬৯ রেটিং দেওয়া হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LCD স্ক্রিন। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর দ্বারা চালিত। স্মার্টফোনে ১০ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে এবং এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

READ MORE:  Huawei Enjoy 80 Launched: 15 হাজার টাকার কমে 6620mAh ব্যাটারি ও 8GB র‌্যাম সহ লঞ্চ হল Huawei Enjoy 80

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.