Recharge Plan: আজ রিচার্জ করলে ২০২৬-এর এপ্রিল অবধি ফ্রি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Airtel | Bharti Airtel One Year Recharge Plan
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা এক অফার নিয়ে হাজির হল। বর্তমানে Airtel দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি, যার প্রায় 38 কোটির বেশি গ্রাহক রয়েছে। শক্তিশালী নেটওয়ার্কের দিক থেকে Airtel সবসময় শীর্ষ তালিকায় থাকে। আর এবার তারা এমন এক সস্তার প্ল্যান (Recharge Plan) নিয়ে আসলো, যা গ্রাহকদের 2026-এর এপ্রিল মাস অবধি নিশ্চিন্তে রাখবে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। একবার রিচার্জ করলেই 2026-এর এপ্রিল মাস পর্যন্ত রিচার্জের টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে।
বর্তমান সময়ে মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় অনেক গ্রাহক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দিনের পর দিন বাড়ছে। Airtel এই বিষয়টি বুঝতে পেরে নতুন এক বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে, যেখানে গ্রাহকরা একবার রিচার্জ করলেই পুরো এক বছর ফ্রি কলিং এবং ইন্টারনেটের সুবিধা পাবেন। অর্থাৎ, আজ যদি প্ল্যানটি রিচার্জ করেন তাহলে 2026-এর এপ্রিল মাস অবধি নিশ্চিন্তে থাকতে পারবেন।
আসলে এই প্ল্যানটির মূল্য মাত্র 2249 টাকা। সুবিধা বলতে গেলে, প্ল্যানটিতে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে। সাথে থাকছে 3600 টি ফ্রি SMS, 30GB ডেটা এবং ফ্রি হ্যালোটিউন পরিষেবা। আর এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হল, মাসে মাসে রিচার্জের কোন ঝামেলা থাকবে না। মাত্র 2249 টাকা খরচ করলেই এক বছর নিশ্চিন্তে কলিং, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
যদি আপনার শুধুমাত্র কলিং প্রয়োজন হয়, ইন্টারনেট বা SMS এর কোনরকম প্রয়োজন না হয়, তাহলে Airtel আরো সাশ্রয়ী এক প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটির মূল্য মাত্র 1849 টাকা। মিলছে 365 দিনের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা। তবে এখানে ডেটার কোনরকম সুবিধা নেই। শুধুমাত্র কলিং এর জন্যই প্ল্যানটি উপযুক্ত। এটি মূলত সেই সমস্ত গ্রাহকদের জন্য আদর্শ, যাদের শুধু কলিং দরকার এবং ইন্টারনেটের জন্য আলাদা কোন প্ল্যান ব্যবহার করেন।
প্রথমত, এই প্ল্যানটি একবার রিচার্জ করলে 2026-এর এপ্রিল মাস অবধি নিশ্চিন্তে থাকা যাবে। দ্বিতীয়ত, বাজেট ফ্রেন্ডলি এই প্ল্যানটিতে মিলছে দীর্ঘমেয়াদি সব অফার। এছাড়া এই প্ল্যানটি অন্যান্য অপারেটারের তুলনায় অনেক সস্তা এবং সুবিধাজনক। তাই Airtel গ্রাহকদের জন্য এই রিচার্জ প্ল্যানটি নিঃসন্দেহে এক সেরা বিকল্প হতে পারে, যদি আপনি বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্ত্রীয়ের মৃত্যুর পর তাঁর সমাধির ওপর ভালবাসার নিদর্শন হিসেবে তাজমহল তৈরি করেছিলেন…
ভারতীয় বাজারে নতুন Honda SP 125 বাইকটি লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া…
প্রীতি পোদ্দার, কলকাতা: সালটা ছিল ২০২০। সেই সময় করোনা মহামারি এতটাই ভয়ংকর আকার ধারন করেছিল…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের শিক্ষাক্ষেত্র এখন চরম সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। হাজার হাজার শিক্ষক বর্তমানে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও পকেটে বড় ধাক্কা? পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Price) বাড়তে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি…
This website uses cookies.