Recharge Plan: আজ রিচার্জ করলে ২০২৬-এর মার্চ অবধি ফ্রি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio | 3599 Rupees Recharge Plan Of Jio
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিচার্জ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ! গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রিপেড রিচার্জ প্ল্যান গুলির লাইন আপে একটি দুর্দান্ত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান রেখেছে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio। সংস্থা জানিয়েছে, গ্রাহকরা যদি একবার এই রিচার্জ প্ল্যানটি কিনে নেন সেক্ষেত্রে 2026 সাল পর্যন্ত রিচার্জের টেনশন থেকে একেবারে ছুটকারা পেয়ে যাবেন। হ্যাঁ, আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 1 বছরের বৈধতা যুক্ত Jio-র দুর্দান্ত এক রিচার্জ প্ল্যান।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, বছরের বিভিন্ন সময় নতুন নতুন রিচার্জ প্ল্যান ও দুর্দান্ত সব অফার নিয়ে হাজির হয় আম্বানি সংস্থা। সেইসব রিচার্জ প্ল্যান গুলির মধ্যে Jio তাদের মূল্যবান গ্রাহকদের জন্য এমন একটি রিচার্জ প্ল্যান রেখেছে, যা একবার রিচার্জ করে নিলে আগামী 1 বছরের জন্য মোবাইল রিচার্জ নিয়ে কোনও রকম দুশ্চিন্তা করতে হবে না।
বলে রাখি, সংস্থার প্রিপেড লাইন আপে 1 বছরের বৈধতা যুক্ত 3599 টাকার একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান রয়েছে। যা আগামী 1 বছর পর্যন্ত মোবাইল রিচার্জ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দেবে।
Jio তাদের প্রিপেড প্ল্যানের লাইনআপে 365 দিনের বৈধতা যুক্ত যে 3599 টাকার প্ল্যানটি রেখেছে, তা একবার রিচার্জ করে নিলে রিচার্জ সংক্রান্ত সমস্যা থেকে দীর্ঘ সময়ের জন্য মুক্তি পাবেন। কী কী সুবিধা পাওয়া যাবে?
Jio তাদের এই রিজার্জ প্ল্যনটিতে 1 বছরের বৈধতা যুক্ত প্রতিদিন 2.5 GB ডেটা, দৈনিক 100 SMS, আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। জানা যাচ্ছে, Jio-র এই প্ল্যানে মোট 912.5 GB ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। সংস্থা জানিয়েছে, দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলেও প্রতিদিন 64Kbps স্পিডে ইন্টারনেটের কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।
অবশ্যই পড়ুন: ছিল না মাথা গোঁজার ঠাঁই, ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি পূর্ব বর্ধমানের রাজমিস্ত্রি
Jio তাদের কয়েক কোটি গ্রাহকদের জন্য 3599 টাকার বার্ষিক রিচার্জ প্লানে আনলিমিটেড কলিং, দৈনিক 100 SMS ও প্রতিদিন 2.5 GB ডেটার পাশাপাশি 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।
তবে হ্যাঁ, 1 বছরের এই প্ল্যানটি রিচার্জ করলে যে JioHotstar সংস্ক্রিপশন পাবেন তা শুধু মোবাইল ফোনের ক্ষেত্রেই বৈধ। ল্যাপটপ বা কম্পিউটারে এই সুবিধা অ্যাভিল করা যাবে না। একই সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে, 3599 টাকার প্ল্যানে 50 GB AI Cloud স্টোরেজের সুবিধা দিচ্ছে Jio।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.