লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Recharge Plan: মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড 5G ডেটা! মিলবে প্রচুর সুবিধাও, ঘোষণা VI-র | VI 299 Rupees Plan

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেলিকম কোম্পানিগুলির মধ্যে 5G প্রতিযোগিতা বেশ কিছুদিন ধরেই তুঙ্গে ছিল। একদিকে রিলায়েন্স জিও এবং এয়ারটেল যখন দেশজুড়ে 5G বিস্তারের কাজ শেষ করে ফেলেছে, তখন ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) 5G পরিষেবা নিয়ে অধীর আগ্রহে বসেছিল তাদের গ্রাহকরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে Vi অবশেষে 5G পরিষেবা চালু করল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। তবে প্রাথমিক ধাপে মুম্বাইয়ের মানুষরা এই সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবে। কিন্তু কোম্পানি জানিয়েছে, ধাপে ধাপে আরও বড় বড় শহরগুলিতে 5G পরিষেবা চালু করা হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মুম্বইয়ে শুরু হল Vi 5G

সম্প্রতি ভোডাফোন আইডিয়া (Vi) তাদের এক্স হ্যান্ডেলের পোস্টে জানায়, “অপেক্ষার অবসান। এবার মুম্বই উপভোগ করুন Vi 5G সুপারস্পিড নেটওয়ার্ক। মাত্র 299 টাকা রিচার্জেই পান আনলিমিটেড 5G ডেটা।” 

READ MORE:  শুধুমাত্র প্রয়াগরাজেই নয়, কুম্ভ মেলা আয়োজিত হয় আর‌ও বেশ কয়েক জায়গায়! জানেন কোথায়, কোথায়?

তবে Vi গ্রাহকদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল, 5G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য নতুন সিম কিনতে হবে? নাকি পুরনো সিম দিয়েই ব্যবহার করা যাবে? তবে Vi স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো 4G সিম দিয়েই 5G পরিষেবা পাওয়া যাবে। তবে অবশ্যই 5G কম্প্যাটিবল স্মার্টফোন থাকতে হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কোন কোন শহরে আসছে Vi 5G?

বেশ কিছু সংবাদ সুত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে মুম্বইয়ের গ্রাহকরা 5G পরিষেবা উপভোগ করতে পারবে। তবে পরবর্তী পর্যায়ে দিল্লি, পাঞ্জাব, বিহার এবং কর্ণাটকের গ্রাহকরা এই পরিষেবা পাবেন। এমনকি 2025 সালের এপ্রিল মাসের মধ্যেই এই সমস্ত রাজ্যে পরিষেবা পৌঁছে যাবে। এরপর Vi 5G ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে পড়বে বলে জানানো হয়েছে।

READ MORE:  চালু হল Vodafone Idea-র 5G পরিষেবা, রিচার্জ প্ল্যান, ইন্টারনেট স্পিড ও কোথায় কোথায় উপলব্ধ জেনে নিন

মাত্র 299 টাকায় 5G প্ল্যান

Vi ইতিমধ্যেই মাত্র 299 টাকায় একটি 5G রিচার্জ প্ল্যান চালু করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই প্ল্যানে যে সমস্ত সুবিধা গ্রাহকরা পাচ্ছে সেগুলি হল-

১) প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যাবে, অর্থাৎ মোট 28GB ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে।

২) এই প্ল্যানটিতে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।

৩) প্রথম লঞ্চ অফার হিসাবে আনলিমিটেড 5G ডেটা পরিষেবা পাওয়া যাচ্ছে।

৪) যেকোন নেটওয়ার্কের আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে।

৫) প্রতিদিন 100টি করে SMS-এর সুবিধা মিলছে।

জানা যাচ্ছে, পরবর্তী সময়ে Vi আরও নতুন নতুন প্ল্যান আনতে পারে, যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা Vi অ্যাপে গিয়ে দেখা যাবে। 

READ MORE:  Vodafone Idea 5G পরিষেবা পেতে নতুন সিম দরকার? কোন স্মার্টফোনে সাপোর্ট করবে? কোন প্ল্যান রিচার্জ করতে হবে | Vi 5G Prepaid Plans West Bengal

জিও ও এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতা

Vi অনেক দেরিতে 5G পরিষেবা চালু করল। তবে জিও, এয়ারটেল ইতিমধ্যেই দেশজুড়ে বেশ কিছু শহরে 5G নেটওয়ার্ক বিস্তার করে ফেলেছে। এখন প্রশ্ন হল, Vi কি জিও ও এয়ারটেলের সঙ্গে টেক্কা দিতে পারবে? প্রথমত Vi-এর সবথেকে বড় সুবিধা হল, তারা কম দামে আনলিমিটেড 5G ডেটা অফার করছে। তবে নেটওয়ার্ক বিস্তার করাটা তাদের পক্ষে দ্রুত সম্ভব হবে না। এখন দেখার, ভবিষ্যতে তারা জিও ও এয়ারটেলকে টেক্কা দিতে পারে কিনা। কারণ Vi গ্রাহকরা সেই আশায় দিন গুনছে, যে ভারতের প্রত্যেকটি শহরে তাদের 5G নেটওয়ার্ক পৌঁছে যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.