সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের দুই প্রধান টেলিকম সংস্থা Jio এবং Airtel সম্প্রতি এমন কিছু প্ল্যান (Recharge Plan) বাজারে নিয়ে এসেছে, যেগুলি একবার রিচার্জ করলেই নির্ঝঞ্ঝাট ২০২৬ সাল পর্যন্ত ফোন চালু থাকবে। হ্যাঁ, যারা ইন্টারনেট ব্যবহার কম করেন, তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা বিকল্প এই প্ল্যানগুলি। কিন্তু প্ল্যানগুলির দামই বা কত, আর কী কী সুবিধা পাবেন? জানতে হলে লেখাটি পড়ুন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কাদের জন্য এই প্ল্যানগুলি?
এই বিশেষ বার্ষিক প্ল্যানগুলি মূলত সেই সমস্ত গ্রাহকদের জন্যই সেরা, যারা সাধারণ কল এবং এসএমএস ব্যবহার করে। হ্যাঁ, অনেকেই আছেন, যাদের ফোনে ইন্টারনেটের প্রয়োজন খুব একটা হয় না, কিন্তু সিম অ্যাক্টিভ রাখতে চান বা কল করার জন্য রিচার্জ করতে চান। আর সেই চাহিদা পূরণ করতেই সমাধান নিয়ে হাজির হয়েছে এয়ারটেল এবং জিও।
এয়ারটেলের ১৮৪৯ টাকার প্ল্যানে ভরপুর সুবিধা
আপনার যদি এয়ারটেলের সিম থাকে এবং আপনি এমন একটি প্ল্যান খুঁজে থাকেন, যেখানে একবার রিচার্জ করলেই সারা বছর ফোন চালু থাকবে, তাহলে ১৮৪৯ টাকার প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এবার অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, কী কী থাকছে এই প্ল্যানে?
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রথমেই বলে রাখি, এই প্ল্যানের ভ্যালিডিটি মিলছে ৩৬৫ দিন। মিলবে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা। সাথে মিলবে ৩৬০০টি SMS। তবে সবথেকে বড় ব্যাপার, এখানে কোন ডেটার সুবিধা নেই। শুধুমাত্র ভয়েস কলের জন্য এই প্ল্যানটি উপযুক্ত।
জিওর ১৭৪৮ টাকার প্ল্যান
এয়ারটেলের প্ল্যানটি দেখে জিওও এবার একই পথে হেঁটেছে। এবার তারা আনলো ১৭৪৮ টাকার একটি সাশ্রয়ী মূল্যের বার্ষিক প্ল্যান। যেখানে কোন ইন্টারনেটের সুবিধা নেই, কিন্তু কল এবং SMS এর জন্য সেরা বিকল্প। আর এই প্ল্যানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সেই সমস্ত ব্যবহারকারীর জন্য, যারা ডেটা ব্যবহার করেন না, কিন্তু ফোন চালু রাখতে চান। কিন্তু কী কী থাকছে এই প্ল্যানে?
প্রথমত এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৩৬৬ দিন। মানে আপনি আজ রিচার্জ করলে ২০২৬ অবধি আর রিচার্জের চিন্তা করতে হবে না। সাথে মিলছে ৩৬০০টি SMS, আনলিমিটেড কলিং এর সুবিধা। সব থেকে বড় ব্যাপার, এই প্ল্যানে জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন মিলবে একদম ফ্রিতে।
কোন প্ল্যানটি আপনার জন্য সেরা?
যদি আপনি একটু কম খরচের দিকে তাকান, তাহলে জিওর ১৭৪৮ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে। তবে আপনার এলাকায় যদি এয়ারটেলের নেটওয়ার্ক ভালো চলে, তাহলে এয়ারটেলের প্ল্যানটির দিকে পা বাড়াতে পারেন।
ডিজিটাল যুগে ফোন চালু রাখা এখন সবার কাছে চিন্তার বিষয়। ব্যাংকিং থেকে শুরু করে OTP, পড়াশোনা, স্বাস্থ্য পরিষেবা, কলিং সবকিছুর জন্যই মোবাইল সবার প্রথম পছন্দ। আর এই সুবিধাগুলি পূরণ করতেই জিও, এয়ারটেল এই নতুন দীর্ঘমেয়াদি প্ল্যানগুলি বাজারে নিয়ে এসেছে। তাই রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে এখনি সাশ্রয়ী মূল্যের যেকোনো একটি প্ল্যান রিচার্জ করে ফেলুন।