Recharge Plan: মাত্র ১ টাকায় ১GB ডেটা! Jio, Airtel-র রাতের ঘুম ওড়াল BSNL | 1 Gb Data On 1 Rupee
সৌভিক মুখার্জী, কলকাতা: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য BSNL হাজির রয়েছে এক সেরা অফার নিয়ে। বিশেষ করে এই অফার IPL প্রেমীদের জন্য। কারণ বর্তমানে IPL এর মেগা মরসুম চলছে। আর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। Jio, Airtel ও Vi-র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে এবার প্রতিযোগিতায় নেমে BSNL তাদের গ্রাহকদের জন্য এক অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে (BSNL Recharge Plan)।
মাত্র 251 টাকায় নাকি 251GB ডেটা! হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আপনি যদি কম খরচে বেশি ডেটা চান তাহলে আপনার জন্য এটি পারফেক্ট প্ল্যান। কারণ এখানে প্রতি GB ডেটার জন্য আপনাকে গুনতে হবে মাত্র 1 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
BSNL তাদের X অ্যাকাউন্টে এই প্ল্যানের ঘোষণা করেছে। প্রথমত, এই প্ল্যানে রয়েছে 251 টাকায় 251GB ডেটা, সাথে 160 দিনের ভ্যালিডিটি। এছাড়া রয়েছে OTT স্ট্রিমিংয়ের সুবিধা এবং উচ্চগতির ইন্টারনেট। এত অল্প দামে এই বিপুল পরিমাণে ডেটা বাজারে আর কোন অপারেটর দিতে পারবেনা। ফলে যারা IPL-র প্রতিটি ম্যাচ লাইভ দেখতে চান তাদের জন্য সেরা এই প্ল্যান।
তবে এই প্ল্যানটিতে একটি কিন্তু রয়েছে। এই প্ল্যানটি শুধুমাত্র ডেটার জন্যই প্রযোজ্য। কোনরকম ফোন কল বা SMS এর সুবিধা এতে নেই। তাই কথা বলতে বা SMS পাঠাতে চাইলে অন্য প্লান কিনতে হবে। তবে যারা WiFi বা অন্য কলিং অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে।
এই বিশেষ অফারটি BSNL Self-Care App এবং BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তাই যদি এই প্ল্যানটি রিচার্জ করে সমস্ত পরিষেবা উপভোগ করতে চান, তাহলে BSNL Self-Care App ডাউনলোড করুন অথবা BSNL এর ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারেন।
কম খরচে বেশি সুবিধা, এটাই হয়তো BSNL এর প্রধান ধারা। তাই যারা ইন্টারনেট ব্যবহার করতে ভালোবাসেন এবং OTT প্ল্যাটফর্মে খেলা, সিনেমা বা ওয়েবসিরিজ দেখতে চান, তাদের এই প্ল্যানটি মিস করা উচিত না। কারণ মাত্র 251 টাকায় 251GB ডেটা স্বপ্ন মনে হলেও বাস্তবে পরিণত করেছে BSNL।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
This website uses cookies.