Recharge Plan: মাত্র ৪ টাকায় এত কিছু! BSNL-র ৩৬৫ দিনের প্ল্যানের সামনে ফিকে Airtel, Jio | Bharat Sanchar Nigam Limited Days Plan

সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনার কি ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়? প্রতিদিন মোবাইল ডেটা নিয়ে দুশ্চিন্তা করেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। কারণ BSNL নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান, যেখানে মাত্র 1515 টাকায় আপনি পাবেন 2GB হাই স্পিড ডেটা প্রতিদিন, তাও নাকি পুরো একবছরের জন্য। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

BSNL এর সেরা অফার

আজকাল স্মার্টফোন ছাড়া সবার জীবনই অচল। অনলাইন ক্লাস বলুন বা অফিসের কাজ, কিংবা সিনেমা দেখা বা গান শোনা, সবকিছুতে ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু প্রতিদিন ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয় প্রত্যেককে। বিশেষ করে যারা বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন তাদের জন্য একটি সাশ্রয়ী প্ল্যান খোজা সত্যিই কঠিন। কিন্তু BSNL এবার সেই সমস্যা সমাধান করল। মাত্র 1515 টাকার একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানে তারা দিচ্ছে 365 দিনের ভ্যালিডিটি, তাও কিনা প্রতিদিন 2GB করে ডেটা। এই প্ল্যানটি দৈনিক খরচ হিসেবে বিচার করলে ৪ টাকার কিছু বেশি পড়ে। চলুন এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

READ MORE:  FASTag-এ একগুচ্ছ নতুন নিয়ম জারি করল NPCI, না জানলেই বাড়বে বিপদ

কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে?

প্রথমত BSNL এর 1515 টাকার এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি একবছরের জন্য পুরো নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, সহজ ভাষায় বলতে গেলে এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। শুধু এখানেই শেষ নয়। প্রতিদিন 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন এই প্ল্যানটি রিচার্জ করলে। অর্থাৎ একবছরে মোট 730GB ডেটা ব্যবহার করা যাবে। এমনকি প্রতিদিনে 2GB ডেটা শেষ হয়ে গেলেও 40kbps স্পিডে ইন্টারনেট চালানো যাবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে এক্ষেত্রে একটি দুশ্চিন্তা থেকে যাচ্ছে। কারণ এই প্ল্যানটিতে কোনরকম কলিং বা SMS-এর সুবিধা নেই। এটি শুধুমাত্র একটি ডেটা ভাউচার। তাই ফ্রি কলিং এবং SMS এর সুবিধা এই প্ল্যানে দেওয়া হচ্ছে না। তাই যদি আপনার আগে থেকেই কোন একটি প্রিপেইড প্ল্যান কেনা থাকে তাহলে সেটির সঙ্গে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।

READ MORE:  BSNL 45 Days Plan: ৪৫ দিনের প্ল্যানে ধামাকা BSNL-র! চাপে Jio, Airtel | Bharat Sanchar Nigam Limited 45 Days Plan

কাদের জন্য এই প্ল্যান উপযুক্ত?

বিশেষ করে স্টুডেন্টদের জন্য, যারা অনলাইন ক্লাস, রিসার্চ বা ভিডিও দেখে এবং সবকিছুর জন্য প্রচুর পরিমাণে ডেটা লাগে, তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প। পাশাপাশি যারা ওয়ার্ক ফ্রম হোম করে, অর্থাৎ যারা প্রতিদিনের অফিসের মিটিং, ইমেইল বা অন্যান্য কাজে ইন্টারনেট ব্যবহার করে, তাদের জন্য এটি দারুণ সাশ্রয়ী একটি প্ল্যান। এছাড়া যারা কম খরচে বেশি সুবিধা উপভোগ করতে চান তাদের জন্য এটি সেরা বিকল্প। কারণ মাত্র 1515 টাকায় একবছরের ইন্টারনেট সুবিধা অন্য কোন টেলিকম সংস্থা দিতে পারবে না।

READ MORE:  BSNL 600GB Data Plan: 600 জিবি ডেটার সঙ্গে 1 বছর আনলিমিটেড কলিং, দিনে মাত্র 5 টাকা খরচ BSNL-এর এই রিচার্জ প্ল্যানে | BSNL Launches 1999 Prepaid Plan

তাই আর দেরি না করে যদি আপনি BSNL গ্রাহক হন এবং বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন তাহলে আজই 1515 টাকার এই প্ল্যানটি রিচার্জ করুন এবং পুরো একবছর নিশ্চিন্তে উপভোগ করুন ডেটা সুবিধা।

Scroll to Top