Recharge Plan: ১০০ টাকায় ডবল ধামাকা! রিচার্জের সাথে ফ্রিতে JioHostar পাবেন জিও গ্রাহকরা | Jio Launches 100 Rupees JioHotstar Subscription Plan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর সাথে হাত মিলিয়ে JioHotstar বাজারে এনেই একাধিক নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio। গতমাসে লঞ্চ হওয়া 195 টাকার প্রিপেড প্ল্যানের পর এবার মাত্র 100 টাকার ডেটা প্ল্যান নিয়ে হাজির হয়েছে আম্বানি সংস্থা। জানা যাচ্ছে, মাত্র 100 টাকার এই রিচার্জ প্ল্যানে 5GB হাইস্পিড ডেটার পাশাপাশি 90 দিনের বৈধতাযুক্ত JioHotstar সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

Jio-র 100 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

Jio তাদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি 100 টাকার একটি ডেটা প্ল্যাক নিয়ে হাজির হয়েছে। যেখানে মাত্র 100 টাকার বিনিময়ে মোট 5GB হাইস্পিড ডেটার পাশাপাশি 90 দিনের বৈধতা যুক্ত JioHotstar সাবস্ক্রিপশন সহ বেশকিছু লাইভ স্ট্রিমিং এক্সপেরিয়েন্সের সুবিধা থাকছে।

READ MORE:  BSNL Profit: বিরাট আয়, ১৭ বছর পর লাভের মুখ দেখল BSNL, চাপ বাড়বে Jio-Airtel এর | 261 Crore Earn By BSNL

বলে রাখি, এই প্যাকটির ভ্যালিডিটি 90 দিনের জন্য বৈধ। সংস্থাটি জানিয়েছে 100 টাকার প্ল্যানে পাওয়া মোট 5GB ডেটা শেষ হয়ে গেলেও 64Kbps করে নেটওয়ার্ক চালু থাকবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অবশ্যই পড়ুন: ‘২১৪ জওয়ানকেই নিকেশ করা হয়েছে!’ পাকিস্তানের মিথ্যাচার নাকোচ করে দাবি BLA-র

JioHotstar-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

আসন্ন IPL ম্যাচ গুলির কথা মাথায় রেখেই তড়িঘড়ি 100 টাকার ডেটা প্যাক চালু করেছে Jio। জানা যাচ্ছে, আম্বানি সংস্থা তাদের প্রিপেড প্ল্যান গুলির লাইনআপে যে নতুন 100 টাকার ডেটা প্যাকটি যুক্ত করেছে, বলে রাখি, এটি JioHotstar-এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান।

READ MORE:  মাত্র ১৪৯ টাকার জনপ্রিয় ২২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন, Airtel এর বিনোদন প্যাক দেখে নিন

খোলসা করে বলতে গেলে Jio তাদের প্রিপেড প্ল্যান গুলির মধ্যে 195 ও 949 টাকার রিচার্জ প্ল্যানে বিনামূল্যে JioHotstar অ্যাক্সেস করার সুবিধা দেয়। তবে IPL 2025 মরসুমের কথা মাথায় রেখে সংস্থাটি 100 টাকার সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান চালু করল, যেখানে 5GB ডেটার পাশাপাশি 90 দিন একেবারে বিনামূল্যে JioHotstar থেকে IPL ম্যাচ সহ অন্যান্য ম্যাচের লাইভ স্ট্রিমিং ও প্রিমিয়াম কনটেন্ট দেখতে পারবেন।

READ MORE:  হ্যাক হয়েছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট, ঘটনার তদন্তে টুইটার বিশেষজ্ঞরা
Scroll to Top