Recharge Plan: রোজ আনলিমিটেড নেট চাই! Jio, Airtel নাকি Vi এর রিচার্জ সস্তা

জিও, এয়ারটেল এবং ভিআইয়ের পোর্টফোলিওতে গ্রাহকদের চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান রয়েছে। তবে আজ আমরা নির্দিষ্ট করে এই তিনটি সংস্থার ৮৪ দিনের প্ল্যানগুলি সম্পর্কে জানাবো, যেগুলি ২ জিবি দৈনিক ডেটা সহ আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে দেয়। এরমধ্যে জিও-র প্ল্যান এয়ারটেলের তুলনায় ৩০ টাকা সস্তা। এর সাথে ৩ মাসের ডিজনি প্লাস হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

Airtel ৯৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৯৭৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। গ্রাহকরা আনলিমিটেড কলের সাথে রোজ ২ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস পাবেন। আবার এখানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা আছে। এই প্ল্যানে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশন, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনের মতো সুবিধাও দেওয়া হয়। এছাড়াও ৮৪ দিনের জন্য বিনামূল্যে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম (২২+ ওটিটি) সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  রোজ ২ জিবি পর্যন্ত ইন্টারনাল, Jio-র ২৫০ টাকার কমে সেরা রিচার্জ প্ল্যান আপনার জন্য

Jio ৯৪৯ টাকার প্রিপেইড প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ টি এসএমএস দেওয়া হয়। এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। আবার জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধাও অন্তর্ভুক্ত আছে। এছাড়াও, এই প্ল্যানের গ্রাহকরা ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সাবস্ক্রিপশন পাবেন।

READ MORE:  সবচেয়ে কম খরচে বেশিদিন ভ্যালিডিটি, Jio-র ভ্যালু প্ল্যানে কলিং, ডেটা, এসএমএস সবকিছু | Jio Best Three Value Recharge Plan

Vodafone Idea ৯৯৪ টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ৯৯৪ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল সহ প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। এতে অর্ধ-দিন (রাত ১২টা থেকে দুপুর ১২টা) আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানের সাথে ৩ মাসের (অর্থাৎ ৯০ দিন) জন্য বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৮৪ দিনের সেরা রিচার্জ প্ল্যান, রোজ ২ জিবি ইন্টারনেট ও কল সহ OTT সাবস্ক্রিপশন

Scroll to Top